IIT Kharagpur Internship 2026

সমাজবিজ্ঞানের পড়ুয়াদের জন্য অনলাইন ইন্টার্নশিপের ব্যবস্থা, উদ্যোগী আইআইটি খড়্গপুর

চলতি বছর মে থেকে জুন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৮:৫৪
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

কলা এবং সমাজবিজ্ঞানের পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আইআইটি খড়্গপুরের। প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, স্বল্পমেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠরতদের। এ জন্য অনলাইনেই জমা নেওয়া হবে আবেদনপত্র।

Advertisement

জাতীয় শিক্ষানীতি মেনে ইতিমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে পড়ুয়াদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হচ্ছে। আইআইটি, খড়্গপুরও তেমনই একটি সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম বা গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চালুর জন্য উদ্যোগী হয়েছে। মূল আয়োজক হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগ।

চলতি বছরে মে থেকে জুন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। অনলাইনেই পড়ুয়াদের মধ্যে সমাজবিজ্ঞানের নানা বিষয়ে বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা বৃদ্ধি করতে সাহায্য করবে ইন্টার্নশিপ। একই সঙ্গে গবেষণার কাজে আগ্রহ বাড়াতেও সাহায্য করবে এই ইন্টার্নশিপ।

গ্রীষ্মকালীন এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন বিভিন্ন প্রতিষ্ঠানের হিউম্যানিটিজ় এবং সমাজবিজ্ঞানের নানা বিষয় নিয়ে স্নাতকস্তরে পাঠরতেরা। ইন্টার্নশিপ শেষে তাঁদের শংসাপত্রও দেওয়া হবে।

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৩০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১৫ ফেব্রুয়ারি। এ বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন