প্রতীকী চিত্র।
পশ্চিম মেদিনীপুর জেলায় চাকরির সুযোগ। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলার ওয়েবসাইটে। জানানো হয়েছে, জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডের জন্য কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের অনলাইন এবং অফলাইনে আবেদন জানাতে হবে।
সংশ্লিষ্ট বোর্ডে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৩,৫০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, প্রার্থীদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সংক্রান্ত জ্ঞান এবং টাইপিংয়ের দক্ষতাও থাকতে হবে।
প্রার্থীদের জেলার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ৩০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরিচালনার পরীক্ষা, মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।