প্রতীকী চিত্র।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির জন্য আয়োজন করা হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি)-র। চলতি বছরের পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ডিসেম্বরে। শীঘ্রই শেষ হবে রেজিস্ট্রেশন, সে কথা মনে করিয়ে দিতেই বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
২০২৬-এর কুয়েট পিজি হবে আগামী আগামী ১৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত। মোট তিনটি শিফটে সিবিটি মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা দেওয়া যাবে মোট ১৫৭টি বিষয়ে। দেশে ২৭৬টি এবং বিদেশে ১৬টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে।
পরীক্ষার জন্য গত ১৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছিল এনটিএ। অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১৪০০ টাকা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আগামী ১৪ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ১৮ থেকে ২০ জানুয়ারির মধ্যে।
বিজ্ঞান, কলা, বাণিজ্যের বিভিন্ন বিষয়ে স্নাতকেরা এই প্রবেশিকা পরীক্ষা দিতে পারবেন। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। তাই যে কোনও শিক্ষাবর্ষের স্নাতকেরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।