প্রতীকী ছবি।
মুর্শিদাবাদ জেলা প্রশাসনে কাজের সুযোগ। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার ওয়েবসাইটে। ‘অফিসার অফ দ্যা চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ’-এর তরফে এই নিয়োগ।
কোন কোন পদে নিয়োগ?
অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ একটি। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। মাসে ১৮ হাজার টাকা বেতন মিলবে।
ডেন্টাল সার্জেন: শূন্যপদ একটি। সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকা চাই। ৪২ হাজার টাকা মাসে বেতন মিলবে।
ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ একটি। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১০ হাজার টাকা মাসে বেতন মিলবে।
স্টাফ নার্স: ২১টি শূন্যপদ। নার্সিং-এ ডিগ্রি থাকা চাই। ২৫ হাজার টাকা মাসে বেতন মিলবে।
মেডিক্যাল অফিসার: ৪টি শূন্যপদ। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ৬০ হাজার টাকা মাসে বেতন মিলবে।
এই পদগুলি ছাড়াও আরও একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। যদিও সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কাজের মেয়াদ থাকবে এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।