UGC NET December 2025 Provisional Answer Key

ইউজিসি নেট ‘প্রভিশনাল আনসার কি’ কবে প্রকাশ করা হবে? জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি

চলতি বছরে মোট ৮৫টি বিষয়ে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পরীক্ষা নেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:০৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি মাসেই শেষ হয়েছে ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)। পরীক্ষা শেষের আট দিনের মধ্যেই প্রকাশ করা হবে পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তিতে এনটিএ জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ডিসেম্বর পর্বের ইউজিসি নেট-এর ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হবে। প্রকাশিত ‘আনসার কি’ চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হবে পরীক্ষার্থীদের। উল্লেখ করতে হবে চ্যালেঞ্জ করার কারণ। চ্যালেঞ্জ জানানোর জন্য পরীক্ষার্থীদের প্রশ্ন পিছু ২০০ টাকা জমা দিতে হবে। এর পর বিষয় বিশেষজ্ঞেরা তাঁদের চ্যালেঞ্জ করা প্রশ্ন খতিয়ে দেখে ‘চূড়ান্ত আনসার কি’ প্রকাশ করবে। যার ভিত্তিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

গত ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন শহরে ইউজিসি নেট-এর আয়োজন করা হয়েছিল। চলতি বছরে মোট ৮৫টি বিষয়ে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পরীক্ষা নেওয়া হয়। প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমার্ধের পরীক্ষা ছিল সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা ছিল বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উল্লেখ্য, প্রতি বছরই জুন ও ডিসেম্বরে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন