Bengali serial

ভুল বোঝাবুঝি দিয়ে শুরু তাঁদের সম্পর্কের, ছোটপর্দার পার্বতী আর নিশার বন্ধুত্ব হল কী ভাবে?

পরস্পরের সঙ্গে অনেক মিল খুঁজে পেয়েছেন তিনি। শ্রুতি, অনুষ্কা দু’জনেই মিষ্টি খেতে ভালবাসেন। তবে তাঁদের বন্ধুত্বের শুরু একটা ছোট ভুল বোঝাবুঝি থেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২০:০২
কীভাবে বন্ধুত্ব হল শ্রুতি আর অনুষ্কার?

কীভাবে বন্ধুত্ব হল শ্রুতি আর অনুষ্কার? ছবি: সংগৃহীত।

রুপোলি জগতে একটা কথা চালু আছে, নায়িকাদের বন্ধুত্ব হওয়া খুব কঠিন। হলেও সেটা বেশিদিন থাকে না। কিন্তু ছোটপর্দার এই দুই নায়িকার ক্ষেত্রে যেন উলটপুরাণ। এক দিকে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের নিশা ওরফে শ্রুতি দাস, আর অন্য দিকে রয়েছেন ‘আমাদের দাদামণি’র পার্বতী ওরফে অনুষ্কা চক্রবর্তী। একসঙ্গে কাজ না করেও দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে? কী করে?

Advertisement

পরস্পরের সঙ্গে অনেক মিল খুঁজে পেয়েছেন তিনি। শ্রুতি, অনুষ্কা দু’জনেই মিষ্টি খেতে ভালবাসেন। তবে তাঁদের বন্ধুত্বের শুরু একটা ছোট ভুল বোঝাবুঝি থেকে। শ্রুতি বলেন, “একটা অনুষ্ঠানে গিয়েছিলাম দু’জনেই। অনুষ্কা এক বারও কথা বলেনি। তখন স্বর্ণেন্দুকে (সমাদ্দার) বলেছিলাম, তোমাদের দাদামণির নায়িকার ভীষণ ঘ্যাম। পরবর্তীকালে এই ঘটনা আমি অনুষ্কাকেও বলি।” এ প্রসঙ্গে ছোটপর্দার পার্বতীর দাবি, তিনি প্রথমেই সবার সঙ্গে গিয়ে কথা বলতে পারেন না। কিন্তু ধীরে ধীরে কবে তাঁরা বন্ধু হয়ে গিয়েছেন তা বুঝতে পারেননি।

অনুষ্কা যোগ করেন, “আমরা দু’জনে কেউই নায়িকাসুলভ নই। পাপারাজ্জি নিয়ে ঘুরি না। শ্রুতির আইনি বিয়ে হয়ে গিয়েছে এখন। আমার হয়নি। কিন্তু তাও আমাদের মধ্যে কোনও লুকোছাপা নেই নিজেদের ভালবাসার মানুষকে নিয়ে। এখান থেকেই মনে হয় বন্ধুত্ব হয়েছে।” এ ছাড়া স্বর্ণেন্দু এবং অনুভব কাঞ্জিলালও ভাল বন্ধু। চারজন একসঙ্গে খেতে যান, ঘুরতে যান। শ্রুতি জানিয়েছেন, তাঁর কোনও আক্ষেপ নেই দেরিতে বন্ধুত্ব হয়েছে বলে। তাঁরা দু’জনেই স্বচ্ছ। তাই এই সম্পর্ক হয়েছে।

Advertisement
আরও পড়ুন