Kriti Sanon on Nupur Sanon's wedding

বোন নূপুর সেননকে ‘শ্বশুরবাড়ি’ পাঠিয়ে আবেগে ভাসছেন কৃতি! জামাই স্টেবিনকে কী বললেন তিনি?

নূপুরের সঙ্গে কাটানো একগুচ্ছ সুন্দর মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী। সঙ্গে উজাড় করলেন মনের কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২১:৩৯
নূপুর-স্টেবিনের বিয়ে নিয়ে আবেগপ্রবণ কৃতি!

নূপুর-স্টেবিনের বিয়ে নিয়ে আবেগপ্রবণ কৃতি! ছবি: সংগৃহীত।

বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। এ বার বিদায়ের পালা। তাই আবেগে ভাসছেন দিদি কৃতি সেনন। নূপুরের সঙ্গে কাটানো একগুচ্ছ সুন্দর মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী। সঙ্গে উজাড় করলেন মনের কথা।

Advertisement

হিন্দু ও খ্রিস্টান দুই মতে বিয়ে করেছেন নূপুর ও স্টেবিন বেন। বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে কৃতি লেখেন, “আমি বলে বোঝাতে পারব না, আমার কেমন লাগছে। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গিয়েছে!” শৈশবের স্মৃতিচারণ করে কৃতি লেখেন, “আমার যখন মাত্র ৫ বছর বয়স, তখন তোকে কোলে নেওয়া থেকে শুরু করে এখন তোর গাঁটছড়া বেঁধে দেওয়া, এ এক লম্বা সফর। আমার দেখা সবচেয়ে সুন্দর কনে তুই।”

কৃতির মতে, তাঁর বোন সেরা ও সবচেয়ে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। তাই বোনের আনন্দে তিনিও খুশি। জামাই স্টেবিনের জন্যও কৃতি লিখেছেন, “৫ বছর ধরে তুমি আমাদের পরিবারের অংশ এবং সেই সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়েছে।” স্টেবিনকে স্নেহ করে ‘স্টেবু’ বলে ডাকেন কৃতি। তাঁর কথায়, “স্টেবু, তোমাকে খুব ভালবাসি। আমি সারা জীবনের জন্য একটা ভাই ও ভাল বন্ধু পেয়েছি, যে আমার পাশে থাকবে। তোমাদের দু’জনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। নূপুর আমার ‘জান’। আমি জানি তোমারও ও প্রিয়। কিন্তু আমি ওকে কিন্তু তোমার কাছে দিয়ে দিচ্ছি না। বরং তোমাকে এই সেনন পরিবারে স্বাগত।”

কৃতির বাড়ির খুব কাছেই নূপুর ও স্টেবিনের নতুন সংসার। কিন্তু বোনের হাসিমুখ মনে পড়ছে তাই বা়ড়ি ফাঁকা লাগছে কৃতির। কৃতির পোস্ট দেখে আবেগঘন তাঁর অনুরাগীরাও।

Advertisement
আরও পড়ুন