Diy Hydratating Scrub

ফেসওয়াশ দিয়ে ধুলেই মুখে টান ধরছে? বাড়িতেই ৪ উপকরণে তৈরি করে নিন রুক্ষ ত্বকের স্ক্রাব

শীতকালে ফেসওয়াশ বা স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কারের পর অনেক সময় ত্বকে টান ধরে। সমস্যার সমাধানে বাড়িতেই বানান স্ক্রাব। ত্বকের জেল্লা ফিরবে এক মাসেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭

দিনের শেষে ধুলো-ময়লা তুলে ফেলতে সব সময় ফেসওয়াশ যথেষ্ট নয়। তা ছাড়া, ফেনা হওয়া ফেসওয়াশ অনেক সময় ত্বক রুক্ষ করে তোলে। বদলে ব্যবহার করতে পারেন চার উপকরণে তৈরি ঘরোয়া স্ক্রাব।

Advertisement

স্ক্রাব মুখ থেকে ময়লা বার করার পাশাপাশি, মৃত কোষ ঝরাতে সাহায্য করে। ত্বককে গভীর ভাবে পরিষ্কার করে। প্রতি দিন না হলেও, সপ্তাহে দুই দিন তা ব্যবহার করলে কালচে ভাব দূর হবে, ত্বক হবে ঝকঝকে এবং মসৃণ।

উপকরণ

১ টেবিল চামচ কফির গুঁড়ো

১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল

আধ চা-চামচ চিনি

২-৩ ফোঁটা মধু

চার উপকরণ একসঙ্গে মিশিয়ে মিনিট পাঁচেক রেখে দিন। তার পর মুখে মিশ্রণটি লাগিয়ে আলতো করে ১-২ মিনিট মাসাজ় করুন। তার পরে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এই স্ক্রাব ত্বকে আর্দ্রতা জোগাবে। বিশেষত শীতের মরসুমে যাঁদের ত্বক ভীষণ রুক্ষ হয়ে যায় তাঁদের জন্য এই স্ক্রাব ভাল।

Advertisement
আরও পড়ুন