GRSE Recruitment 2026

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এ পেশাদার প্রয়োজন, কোন বিভাগের জন্য?

সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:১৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাজ্যে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এ অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার একটি বিভাগের জন্য কর্মী প্রয়োজন। ইতিমধ্যেই এ জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় একজন এক্সপার্ট বা স্পেশালিস্ট নিয়োগ করা হবে। তাঁকে সংস্থা ইয়ার্ড এক্সপ্যানশন-এর প্রজেক্ট হেড-এর ভূমিকা পালন করতে হবে। চুক্তির ভিত্তিতে তাঁকে দু’বছর কাজ করতে হবে। তবে পরবর্তীকালে সংস্থার প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তকে।

পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৬৫ বছর। তবে শর্তসাপেক্ষে বয়সের ঊর্ধ্বসীমা ৬৯ বছর হতে পারে। পাশাপাশি, তাঁদের মেকানিক্যাল বা নেভাল আর্কিটেকচারে বিই, বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ২৬ বছরের পেশাগত অভিজ্ঞতারও। এ ছাড়াও যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫৯০ টাকা। আগামী ৩০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement
আরও পড়ুন