viral video

কোলে বিশাল অ্যানকোন্ডা, বাথটবে ‘আমাজ়নের রাজা’কে স্নান করাচ্ছেন তরুণী! প্রকাশ্যে হাড় হিম করা ভিডিয়ো

বাথটবে সাপটিকে কোলে জড়িয়ে বসে রয়েছেন তরুণী। কালচে সবুজ রঙের অ্যানাকোন্ডার গায়ে হলুদ হলুদ ছোপ। সাপটি বাথটবের উপরে মাথা উঁচিয়ে আরাম করে স্নানের মজা উপভোগ করছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১২:১০

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

স্নানের ঘরে বাথটবে শুয়ে রয়েছে বিশাল সবুজ অ্যানাকোন্ডা। সঙ্গে অকুতোভয় এক তরুণী। রাক্ষুসে চেহারার সরীসৃপটিকে কোলের উপর নিয়ে অবলীলায় স্নান করাচ্ছেন। পোষ্য সাপের স্নানের জন্য নানা খেলনাও রয়েছে সেই বাথটবে। অনেক সময় ছোট্ট শিশুদের স্নানের সময় ছোট ছোট খেলনা হাঁস জলের মধ্যে দিয়ে দেওয়া হয়। তেমনই একটি গোলাপি রঙের হাঁস সাপটির মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। এমনই একটি হাড় হিম করা ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাথটবে সাপটিকে কোলের মধ্যে জড়িয়ে বসে রয়েছেন তরুণী। তাঁর একটি পা তোলা রয়েছে সাপের গায়ে। কালচে সবুজ রঙের অ্যানাকোন্ডার গায়ে হলুদ হলুদ ছোপ। সাপটি মাথা উঁচিয়ে বাথটবের উপরে মুখ বাড়িয়ে আরাম করে স্নানের মজা উপভোগ করছে। তরুণী মাঝেমাঝেই সাপটির গায়ে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আবার কখনও সেই খেলনা হাঁস নিয়ে সাপের সঙ্গে খুনসুটি করছেন। ভয়ঙ্কর সাপটি একদৃষ্টে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘লরাইসাবেলালিয়ন’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ১ লক্ষ ৩৫ হাজার লাইক জমা হয়েছে ভিডিয়োয়। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আমি ও আমার প্রাক্তন প্রেমিক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটা নিছকই পাগলামি।’’ আর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘যদি এটা আপনাকে গিলে নিতে চায় তখন আপনি কী করবেন?’’

Advertisement
আরও পড়ুন