Uttar Pradesh

‘শিক্ষা’ দিতে স্ত্রীকে ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে দিলেন স্বামী! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ব্যবস্থা নিল পুলিশ

একতলা বাড়ির ছাদ থেকে মাথা নীচের দিকে করে ঝুলিয়ে রাখা হয় ওই গৃহবধূকে। তাঁর পা ধরেছিলেন তরুণীর স্বামী। হাত ফস্কে গেলে বা হাত ছেড়ে দিলেই মাটিতে পড়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তেন তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৭:১১
husband who hung his wife upside down

ছবি: সংগৃহীত।

মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রায়শই স্ত্রীর উপর নির্যাতন চালাতেন স্বামী। অশান্তি বাড়তেই স্ত্রীকে ‘শিক্ষা’ দিতে ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখলেন তিনি। প্রায় পাঁচ মিনিট ধরে হেঁটমুণ্ড হয়ে ঝুলছিলেন তরুণী। স্ত্রীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁকে কোনও রকমে নিরাপদ অবস্থায় নামিয়ে আনেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ১৩ মে, উত্তরপ্রদেশের বরেলির। এই ঘটনায় স্বামী-সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে প্রকাশিত সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি একতলা বাড়ির ছাদ থেকে মাথা নীচের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে ওই গৃহবধূকে। তাঁর পা ধরে রেখেছেন তরুণীর স্বামী। হাত ফস্কে গেলে বা হাত ছেড়ে দিলেই মাটিতে পড়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তেন তরুণী। তাঁর পরিত্রাহী চিৎকার শুনে ছুটে আসেন বেশ কয়েক জন প্রতিবেশী। তাঁরা তরুণীর হাত ধরে ফেলেন। কোনও রকমে তরুণীকে স্বামীর হাত থেকে টেনে নিয়ে নীচে নামিয়ে আনেন তাঁরা।

সংবাদমাধ্যমে সূত্রে খবর, ডলি নামের তরুণীর স্বামীর নাম নিতিন সিংহ। দম্পতি ১২ বছর ধরে বিবাহিত। পুলিশ তাঁর স্বামী, শাশুড়ি, দেওর অমিত সিংহ, অমিতের স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়েছে বলে একটি ভিডিয়োবার্তায় জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন