viral video

বৈধ টিকিট ছাড়া এসি কামরায় ভ্রমণ, জওয়ানদের সাধারণ কামরায় যাওয়ার নির্দেশ দিলেন টিটিই! দ্বিধাবিভক্ত নেটমাধ্যম

জওয়ানেরা শীতাতপ নিয়ন্ত্রিত কামরার দরজার কাছে করিডরে বসে আছেন। তাঁদের মধ্যে কেউ কেউ কানপুর থেকে ট্রেনে উঠেছিলেন। কেউ আবার ফতেহপুর, প্রয়াগরাজ থেকে। ভিডিয়োয় দেখা গিয়েছে দু’জন টিকিট পরীক্ষক তাঁদের করিডরটি খালি করে সাধারণ কামরায় চলে যেতে বলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৬:০৬
TTE asks the officers to vacate the AC corridor

ছবি: সংগৃহীত।

বৈধ টিকিট ছাড়াই শীতাতপ নিয়ন্ত্রিত কামরার উঠে পড়েছিলেন সেনাবাহিনীর কয়েক জন জওয়ান। বসার জায়গা না পেয়ে শৌচাগারের সামনের অংশে দাঁড়িয়ে ভ্রমণ করছিলেন তাঁরা। কামরায় টিকিট পরীক্ষক উঠে সেনাদের টিকিট দেখতে চান। বৈধ টিকিট না থাকায় তিনি সেনাদের সাধারণ কামরায় চলে যেতে বলেন। এ নিয়ে বেশ কিছু ক্ষণ তর্কাতর্কি চলে সেনা ও টিকিট পরীক্ষকদের মধ্যে। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়োটি নিয়ে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছিল ১৩ মে, নর্থ ইস্ট এক্সপ্রেসে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন আইটিবিপি (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ), বিএসএফ (সীমান্ত সুরক্ষা বাহিনী) অফিসার এবং সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) এর জওয়ান শীতাতপ নিয়ন্ত্রিত কামরার দরজার কাছে করিডরে বসে আছেন। তাঁদের মধ্যে কেউ কেউ কানপুর থেকে ট্রেনে উঠেছিলেন। কেউ আবার ফতেহপুর, প্রয়াগরাজ থেকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’জন টিকিট পরীক্ষক তাঁদের করিডরটি খালি করে সাধারণ কামরায় চলে যেতে বলেন। জওয়ানেরা কামরা ছেড়ে চলে যেতে অসম্মত হলে তর্কাতর্কি শুরু হয়। সেনারা জানান, তাঁরা পাস নিয়ে ভ্রমণ করছেন। এর পর টিকিট পরীক্ষকেরা জওয়ানদের নামে অভিযোগও দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

‘প্যারামিলিটারিহেল্প’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই রেলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হবে বলে রেল সেবা জানিয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। চার হাজারের বেশি লাইক জমা পড়েছে এতে। ভিডিয়োয় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। কয়েক জনের মতে, সেনাদের জন্য পৃথক কামরার ব্যবস্থা করা উচিত রেলের। এক জন ব্যবহারকারী লিখেছেন, “আমাদের সৈনিকেরা যেমন তাঁদের দায়িত্ব পালন করছেন, তেমন টিকিট পরীক্ষকও তাঁর দায়িত্ব পালন করেছেন।’’

Advertisement
আরও পড়ুন