ছবি: সংগৃহীত।
স্বামী লুকিয়ে মাঝেমধ্যেই প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলতেন। স্ত্রীর চোখকান এড়িয়েই দু’জনের ফোনালাপ চলছিল বেশ কয়েক দিন ধরে। স্ত্রীর কাছে ধরা পড়তেই বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড। স্বামী যে তরুণীর সঙ্গে ফোনে কথা বলতেন, তা টের পেয়ে সোজা স্বামীর বান্ধবীর বাড়িতে হাজির হলেন স্ত্রী। চুলের মুঠি ধরে তাঁকে পেটালেন সকলের সামনে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের আলিপুর খুর্দ গ্রামের ঘটনা। সেই ঘটনারই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বামীর বান্ধবীর বাড়ি পৌঁছে চিৎকার-চেঁচামেচি শুরু করেছেন এক তরুণী, তার পরনে ছিল সালোয়ার-কামিজ। স্বামীর সঙ্গে ফোনে কথা বলার অভিযোগ তুলে কথা কাটাকাটি শুরু হয় দু’জনের মধ্যে। বচসার মাঝেই হলুদ টপ ও কালো প্যান্ট পরা স্বামীর বান্ধবী সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন তাঁর পিছু ধাওয়া করলেন সালোয়ার-কামিজ পরা তরুণী। পালাতে থাকা স্বামীর বান্ধবীকে ধরে ফেললেন তিনি। দেওয়ালে ঠেসে ধরে মারধর করতে শুরু করলেন তিনি। চুলের মুঠি ধরে চলে প্রবল হাতাহাতি। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন তাঁদের থামানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি।
ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী ফোনে রেকর্ড করেন এবং পরে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। এই বিষয়ে পুলিশি পদক্ষেপের খবর পাওয়া যায়নি। তবে, ভাইরাল ভিডিয়োটি উত্তরপ্রদেশ পুলিশের নজরে পড়েছে। মুজফ্ফরনগর পুলিশকে এই বিষয়ের তদন্ত শুরু করার এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।