viral video

জল কেটে রাশিয়ার বুকে ‘বেবি’র মোক্ষম ঘা! টহলদার ডুবোজাহাজ ধ্বংস করল কিভের সাঁতারু ড্রোন, হামলার ভিডিয়ো প্রকাশ্যে

ইউক্রেনের সেনা আধিকারিকেরা সোমবার জানিয়েছেন যে, এসবিইউ-পরিচালিত ‘সাব সি বেবি’ নামের ডুবোজাহাজ বিধ্বংসী ড্রোনগুলি প্রথম বার শত্রুপক্ষের যুদ্ধাস্ত্রে আঘাত হানতে সক্ষম হয়েছে। সেটিকে নিষ্ক্রিয়ও করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:২৬
underwater Ukraine drones destroyed a Russian submarine

ছবি: সংগৃহীত।

জলের নীচ দিয়ে অতর্কিতে আক্রমণ করে রাশিয়াকে বড় ধাক্কা দিল ইউক্রেন। ডুবোড্রোন দিয়ে রুশ সাবমেরিন ধ্বংস করল কিভ। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) জানিয়েছে, তাদের ডুবোজাহাজ বিধ্বংসী ড্রোনগুলি ক্রুজ় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত একটি রুশ ডুবোজাহাজ ধ্বংস করেছে। ইউক্রেনের দাবি, এই ধরনের হামলা এই প্রথম। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইউক্রেনের সেনা আধিকারিকেরা সোমবার জানিয়েছেন যে, এসবিইউ-পরিচালিত ‘সাব সি বেবি’ নামের ডুবোজাহাজ বিধ্বংসী ড্রোনগুলি প্রথম বার শত্রুপক্ষের যুদ্ধাস্ত্রে আঘাত হানতে সক্ষম হয়েছে। রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগর নৌঘাঁটি নভোরোসিয়েস্ক বন্দরের একটি ডুবোজাহাজে আঘাত হেনেছে ড্রোনগুলি। সেটিকে নিষ্ক্রিয়ও করেছে। এসবিইউ-এর প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে যে, ঘাঁটির কাছে একটি ডুবোজাহাজ এবং অন্যান্য জাহাজ নোঙর করে রাখা। সেখানে হঠাৎ জল থেকে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির উপদেষ্টা আলেকজ়ান্ডার কামিশিন সমাজমাধ্যম এক্স-এ বলেছেন, এটি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ইতিহাসে প্রথম বার ব্যবহৃত হল। ডুবোজাহাজ বিধ্বংসী ড্রোন দিয়ে একটি রুশ ডুবোজাহাজে হামলা করেছে কিভ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রুশ নৌবহরের এই ডুবোজাহাজটি ছিল একটি কিলো-ক্লাস, ডিজ়েল-ইলেকট্রিক সাবমেরিন। কমপক্ষে চারটি ক্যালিব্র ক্রুজ় ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এটি। ইউক্রেনের বিভিন্ন শহর এবং জ্বালানি পরিকাঠামো ধ্বংসে এই ক্ষেপণাস্ত্রগুলি ব্যাপক ভাবে রাশিয়া ব্যবহার করেছে বলে দাবি কিভের। ডুবোজাহাজটির মূল্য প্রায় ৪০ কোটি ডলার।

কৃষ্ণসাগরে রাত-দিন টহল দিয়ে থাকে রাশিয়ার একগুচ্ছ রণতরী ও ডুবোজাহাজ। রাশিয়ার নৌবহরকে দুর্বল করতে ও ক্রাইমিয়ার সেভাস্তোপল থেকে রুশ বাহিনীকে হঠিয়ে দেওয়ার চেষ্টা করতে আপাতত ইউক্রেনের বড় ভরসা এই ড্রোনগুলিই।

Advertisement
আরও পড়ুন