ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাঠে ঘুরতে ঘুরতে নতুন জিনিস আবিষ্কার করেছে বাঁদরছানা। লাল মোড়কে মোড়া ছোট্ট জিনিস থেকে আবার ধোঁয়াও বার হচ্ছে। নতুন জিনিস দেখাবে বলে সঙ্গে সঙ্গে তা নিয়ে মায়ের কাছে ছুটল সে। আগ্রহভরে মায়ের মুখের সামনে লাল রঙের জিনিসটি তুলে ধরল সে। মা বাঁদরটিও সন্তানের কীর্তি বোঝার চেষ্টা করছিল। জিনিসটি ভাল ভাবে খতিয়ে দেখতে না দেখতেই মা বাঁদরের মুখের সামনে শব্দ করে ফেটে গেল জিনিসটি।
ভয়ে চমকে উঠল মা বাঁদরটি। আসন্ন বিপদ বুঝে সেখান থেকে পালাতে শুরু করল বাঁদরছানা। সন্তানকে উত্তম-মধ্যম দেওয়ার জন্য বাঁদরছানার পিছনে হাত তুলে দৌড়োতে শুরু করল মা বাঁদরটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘স্পাইসি.এক্সপ্রেস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঁদরছানা দুই হাত জড়ো করে একটি শব্দবাজি ধরে রয়েছে। সেই বাজিতে ইতিমধ্যেই কেউ আগুন ধরিয়ে রেখেছে। নতুন জিনিস আবিষ্কার করে ফেলার আনন্দে তা হাতে নিয়েই মায়ের কাছে ছুটল বাঁদরছানা। মায়ের মুখের সামনে চেপে ধরল শব্দবাজিটি। আদরের সন্তান কী নিয়ে এসেছে তা ভাল করে দেখতে গিয়েছিল মা বাঁদরটি।
কিন্তু মুহূর্তের মধ্যে বাজিটি শব্দ করে ফেটে গেল তার মুখের সামনে। ভয়ে চমকে উঠল মা বাঁদরটি। আঘাত না পেলেও বাঁদরছানার ‘বাঁদরামি’ দেখে রেগে আগুন হয়ে গেল মা বাঁদর। আসন্ন বিপদ বুঝে সেখান থেকে ছুটে পালাল বাঁদরছানা।
সন্তানের পিছনে হাত তুলে দৌড়ে গেল তার মা। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কাণ্ড ঘটিয়েই বাঁদরছানা বিপদ টের পেয়ে গিয়েছে। তাই সময় থাকতেই সেখান থেকে পালিয়ে গিয়েছে।’’