Viral Video

মঞ্চে ‘মেকানিক্যাল জ্যাকসন’! টুপি পরে নেচে তাক লাগালেন কলেজের অধ্যাপক, ভাইরাল ভিডিয়ো

অধ্যাপককে নাচ করার আবদার করতে শুরু করেন পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের অনুরোধ রাখতে রাজিও হয়ে গেলেন তিনি। দর্শকাসন থেকে নাচার প্রস্তুতি নিয়ে মাথায় টুপি পরে মঞ্চে উঠে গেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কলেজের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নাচগান করছেন। মঞ্চে চলছে একের পর এক পারফরম্যান্স। হঠাৎ ডাক পড়ল এক অধ্যাপকের। চালিয়ে দেওয়া হল হিন্দি গান। সেই গানের সঙ্গে অধ্যাপককে নাচ করার আবদার করতে শুরু করেন পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের অনুরোধ রাখতে রাজিও হয়ে গেলেন তিনি। দর্শকাসন থেকে নাচার প্রস্তুতি নিয়ে মাথায় টুপি পরে মঞ্চে উঠে গেলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এজেডায়েরিজ়__’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চে উঠে টুপি পরে নাচ করছেন এক অধ্যাপক। ‘মুকাবলা’ নামের হিন্দি গানের সঙ্গে নাচ করে জনপ্রিয় হয়ে ওঠেন প্রভু দেবা। পড়ুয়াদের সামনে নাচ করার জন্য সেই গানটিই বেছে নিয়েছেন অধ্যাপক। কখনও তিনি প্রভু দেবার মতো নাচের স্টেপ নকল করছেন, কখনও আবার ভরতনাট্যম নাচার চেষ্টা করছেন।

ঘটনাটি বেঙ্গালুরুর একটি কলেজে ঘটেছে। সেই কলেজের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক তিনি। নাচের এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এক জন নেটাগরিক মজা করে লেখেন, ‘‘অধ্যাপক তো মাইকেল জ্যাকসনের মতো নাচ করছেন। আসলে তিনি মেকানিক্যাল জ্যাকসন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘কথায় রয়েছে, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। অধ্যাপকের নাচ দেখে সে কথাই মনে পড়ল।’’

Advertisement
আরও পড়ুন