Viral Video

দুই চিতাবাঘকে সঙ্গী করে টহল দিচ্ছে ব্ল্যাক প্যান্থার! বিরল দৃশ্যের ভিডিয়ো ভাইরাল হতে মুগ্ধ নেটপাড়া

একটি বিশাল ব্ল্যাক প্যান্থার পাকা রাস্তা দিয়ে ধীর গতিতে হেঁটে যাচ্ছে। তার পাশাপাশি হেঁটে যেতে দেখা যাচ্ছে দু’টি চিতাবাঘকে। তিন শ্বাপদকে দেখে মনে হচ্ছে, তারা যেন একে অপরকে সঙ্গ দিয়ে জঙ্গল থেকে বাইরে টহল দিতে বেরিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১০:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে একটি ব্ল্যাক প্যান্থার। তাকে সঙ্গ দিচ্ছে দু’টি চিতাবাঘ। জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে টহল দেওয়ার ইচ্ছা হয়েছে তাদের। রাস্তার ধার ধরে হেলেদুলে ঘোরাফেরা করে আবার ঝোপের আড়ালে চলে গেল তিন হিংস্র শ্বাপদ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সচরাচর একসঙ্গে এই তিন শ্বাপদের দেখা পাওয়া যায় না। এই বিরল দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছে নেটপাড়া।

Advertisement

পরভীন কাসওয়ান নামে এক আইএফএস আধিকারিক তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োটি একটি সিসিটিভি ফুটেজের অংশ। বুধবার রাত ২টো নাগাদ এক বিরল দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা সমাজমাধ্যমের পাতায় ভাগ করার উৎসাহ সম্বরণ করতে পারেননি তিনি।

ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিশাল ব্ল্যাক প্যান্থার পাকা রাস্তা দিয়ে ধীর গতিতে হেঁটে যাচ্ছে। তার পাশাপাশি হেঁটে যেতে দেখা যাচ্ছে দু’টি চিতাবাঘকে। তিন শ্বাপদকে দেখে মনে হচ্ছে, তারা যেন একে অপরকে সঙ্গ দিয়ে জঙ্গল থেকে বাইরে টহল দিতে বেরিয়েছে। ধীরেসুস্থে হেঁটে তারা আবার অন্ধকার পথ ধরে জঙ্গলের দিকে চলে গেল। ঘটনাটি বুধবার মধ্যরাতে তামিলনাড়ুর নীলগিরিতে ঘটেছে। একসঙ্গে তিন হিংস্র শ্বাপদের ঘোরাঘুরি করার এই বিরল ভিডিয়ো দেখে অধিকাংশ নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কী অসাধারণ দৃশ্য!’’

Advertisement
আরও পড়ুন