ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেট্রোয় উঠে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছিল না বালক। এ দিক-ও দিক ছোটাছুটি আরম্ভ করে দিল সে। বাবা-মা সঙ্গে না থাকায় সাহস যেন আরও বেড়ে গেল তার। আসনে না বসে মেট্রোর হাতল ধরে লাফিয়ে উপরে উঠতে শুরু করল ওই বালক। তার পর হাতলের উপর উঠে সেখানে শুয়েই পড়ল সে! সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেট্রোর ভিতর যাত্রীরা বসে রয়েছেন। কিন্তু এক বালক তার সাহসিকতার পরিচয় দিতে ব্যস্ত। আসন ছেড়ে সে উঠে পড়েছে মেট্রোর হাতল ধরে। অন্য যাত্রীরা সচরাচর যে হাতল ধরে দাঁড়িয়ে থাকেন, তার উপর লাফ দিয়ে উঠে পড়েছে সে। শুধু উঠে পড়েই সে ক্ষান্ত হয়নি, হাতলের উপর উঠে সেখানে শুয়েও পড়েছে সে। ঘটনাটি ১৭ জুলাই মালয়েশিয়ার একটি মেট্রোয় ঘটেছে।
মেট্রোর ভিতর বিপজ্জনক ভাবে সেই বালককে হাতল জড়িয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছে। এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। বালকের সঙ্গে তার বাবা-মা ছিলেন না বলে জানা গিয়েছে। কিছু ক্ষণ ওই ভাবে হাতল ধরে শুয়ে থাকার পর অবশ্য নিজে থেকেই নীচে নেমে পড়ে সে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী দুঃসাহস! বাবা-মা ছিল না বলেই এমন করেছে। না হলে পিটুনি জুটত।’’