Viral Video

বন্দে ভারতের রেলকর্মীদের মধ্যে তুলকালাম! প্ল্যাটফর্মে ডাস্টবিন দিয়ে মেরে ‘লড়াই’, ভাইরাল ভিডিয়ো

প্ল্যাটফর্মের মধ্যে ‘যুদ্ধ’ চলছে রেলকর্মীদের। কেউ বেল্ট খুলে মারধর করছেন, কেউ আবার প্ল্যাটফর্ম থেকে ডাস্টবিন মাথায় তুলে ছুড়ে মারছেন অন্য কর্মীকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ট্রেন ছাড়ার আগেই প্ল্যাটফর্মে রেলকর্মীদের মধ্যে শুরু হল তুমুল অশান্তি। কেউ কোমর থেকে বেল্ট খুলে মারধর করছেন। কেউ আবার প্ল্যাটফর্মে রাখা ডাস্টবিন ছুড়ে মারপিট করছেন। বন্দে ভারত এক্সপ্রেসের রেলকর্মীদের এই ‘লড়াই’য়ের ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পীযূষ রাই’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, প্ল্যাটফর্মের মধ্যে ‘যুদ্ধ’ চলছে রেলকর্মীদের। কেউ বেল্ট খুলে মারধর করছেন, কেউ আবার প্ল্যাটফর্ম থেকে ডাস্টবিন মাথায় তুলে ছুড়ে মারছেন অন্য কর্মীকে। যাত্রীরা এই কাণ্ডকারখানা দেখে তাঁদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। অনেক চেষ্টার পর স্টেশনের অন্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেই ঝামেলা থামান।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে দিল্লির নিজ়ামউদ্দিন স্টেশনে ঘটেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বন্দে ভারত। দিল্লি থেকে মধ্যপ্রদেশের গ্বালিয়রের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। কিন্তু রওনা দেওয়ার আগেই দিল্লির স্টেশনে ঝামেলা শুরু হয়ে যায় বন্দে ভারতের রেলকর্মীদের। কী নিয়ে তাঁদের মধ্যে বচসার সূত্রপাত হয়েছিল সে বিষয়ে যদিও কিছু জানা যায়নি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি রেল কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন