Viral Video

চেয়ার-টেবিল ছুড়ে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে তুমুল মারপিট দুই দল ছাত্রের, উত্তরপ্রদেশের কলেজের ভিডিয়ো ভাইরাল

কলেজের ক্যান্টিনের মধ্যে অশান্তি লেগেছে ছাত্রদের মধ্যে। হাতাহাতির মাঝে ক্যান্টিনের চেয়ার-টেবিল ছুড়ে মারপিট করতে শুরু করেছেন তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন ছাত্র সেই অশান্তি থামাতে গেলেও কোনও লাভ হয় না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১০:৫৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কলেজের দুই দল ছাত্রের মধ্যে শুরু হয়েছে অশান্তি। হাতাহাতি শুরু হলেও তা চরম পর্যায়ে পৌঁছে যায়। ক্যান্টিনের চেয়ার-টেবিল ছুড়ে মারপিট করতে থাকেন তরুণ ছাত্রেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘শচিন গুপ্ত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কলেজের ক্যান্টিনে অশান্তি শুরু হয়েছে ছাত্রদের মধ্যে। হাতাহাতির মাঝে ক্যান্টিনের চেয়ার-টেবিল ছুড়ে মারপিট করতে শুরু করেছেন তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন ছাত্র সেই অশান্তি থামাতে গেলেও কোনও লাভ হয় না।

ক্যান্টিনে উপস্থিত অন্য ছাত্রছাত্রীরা ভয়ে সেখান থেকে বেরিয়ে যান। সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের আইএমটি ইউনিভার্সিটির ক্যান্টিনে ঘটেছে। এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত স্থানীয় থানায় কেউ অভিযোগ দায়ের করেননি।

তবুও যে তরুণেরা ঝামেলায় জড়িয়েছিলেন, সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে যাওয়া ভিডিয়ো থেকে তাঁদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঝামেলা হওয়া শোভনীয় নয়। কেউ গুরুতর আহত হলে তার দায় কে নিতেন?’’

Advertisement
আরও পড়ুন