Viral Video

মেট্রোর ভিতর চুলোচুলি দুই তরুণীর, থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন তরুণ যাত্রী! ভিডিয়ো ভাইরাল

মেট্রোর ভিতর কথা কাটাকাটি শুরু হয় দুই তরুণীর। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই সেই অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। দুই তরুণী পরস্পরের চুল ধরে টানাটানি করতে থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভিড় মেট্রোয় দাঁড়ানোরই একচুল জায়গা নেই। তার মধ্যেই মারপিট বেধে গেল দুই তরুণীর। পরস্পরের চুল ধরে টানাটানি শুরু করলেন তাঁরা। দুই তরুণীর অশান্তি থামানোর চেষ্টা করছিলেন এক তরুণ যাত্রী। কিন্তু সেই চেষ্টা বৃথা হয়। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি দিল্লির মেট্রোয় ঘটেছে। ভিড় মেট্রোর ভিতর কথা কাটাকাটি শুরু হয় দুই তরুণীর। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই সেই অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। দুই তরুণী পরস্পরের চুল ধরে টানাটানি করতে থাকেন। তাঁদের অশান্তি থামানোর চেষ্টা করছিলেন এক তরুণ যাত্রী।

এক তরুণীকে সেখান থেকে সরাতে চাইলেও সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে অন্য এক যাত্রী ভিড় ঠেলে এক দিক থেকে অন্য দিকে এগোলে দুই তরুণীর মারপিট থেমে যায়। সুযোগ পেয়ে দুই তরুণীর চুলোচুলির এই দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না কয়েক জন যাত্রী। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এত ভিড়েও যে মারপিট করার ইচ্ছা কী করে জাগে তা ঈশ্বরই জানেন। এ সব অশান্তির জন্য অন্য যাত্রীদের অসুবিধা হয়।’’

Advertisement
আরও পড়ুন