Delhi Metro

মেট্রো না রেলের কামরা! মেঝেয় বসে, জায়গা আটকে ভ্রমণ, ভিডিয়ো ভাইরাল হলেও ব্যবস্থা নিলেন না কর্তৃপক্ষ

মেট্রোতে প্রায়শই মেঝেতে বসে থাকা যাত্রীদের কারণে সমস্যার সম্মুখীন হন অন্য যাত্রীরা। সমাজমাধ্যমে অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু দিল্লি মেট্রো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও কঠোর পদক্ষেপ করেননি বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৩:০১
delhi metro passenger sitting on coach

ছবি: সংগৃহীত।

মেট্রোর কামরা না দূরপাল্লার ট্রেনের সাধারণ কামরা তা বোঝা দায়। দিল্লি মেট্রোর কামরায় মেঝেতে সার সার বসে পড়েছেন যাত্রীরা। এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াতের পথ আটকে বসে রয়েছেন তাঁরা। এমনিতেই মেট্রোর কামরায় প্রতি দিনই কোনও কোনও ঘটনা ঘটে থাকে। মারামারি, বচসা হাতাহাতির ঘটনা যেমন ঘটে, তেমনই চলে রিল ভিডিয়োর জন্য নাচগান। এ বার যে ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে তা নিয়ে অনেকেই সরব হয়েছেন। মেট্রোয় প্রায়শই মেঝেতে বসে থাকা যাত্রীদের কারণে সমস্যার সম্মুখীন হন অন্য যাত্রীরা। সমাজমাধ্যমে অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু দিল্লি মেট্রো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও কঠোর পদক্ষেপ করেননি বলে অভিযোগ।

Advertisement

মেট্রোর মেঝেতে বসে ভ্রমণ করা আইনত অপরাধ। তবে মাঝেমধ্যেই কিছু যাত্রীকে দুটি কোচের সংযোগস্থলের মেঝেতে বসে থাকতে দেখা যায়। এই কারণে দাঁড়িয়ে যাতায়াতকারীরা সমস্যার সম্মুখীন হন। দিল্লি মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন না বলেই অভিযোগ। সেই ঘটনারই একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে ‘বিশাল সিংহ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভাইরাল সেই ভিডিয়োয় কিছু যাত্রীকে কামরার মেঝেতে বসে থাকতে দেখা গিয়েছে। দিল্লি মেট্রো এই ঘটনার কথা স্বীকার করে নিলেও এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই খবর। দিল্লি মেট্রোর নিয়ম অনুসারে ট্রেনের মেঝেতে বসা নিষিদ্ধ। যদি কোনও যাত্রীকে তা করতে দেখা যায়, তা হলে তাঁকে ২০০ টাকা জরিমানা করা হয়।

Advertisement
আরও পড়ুন