Viral Video

কুকুরের হাত থেকে শিশুকে বাঁচিয়ে বাবা শুনলেন নমনীয় হওয়ার নিদান! ভাইরাল চাঞ্চল্যকর ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানের মধ্যে শুয়ে খেলা করছে একরত্তি শিশু। এমন সময় সেই দোকানে ঢুকে পড়ে একটি কুকুর। কুকুরটি হিংস্র ভাবে শিশুটির দিকে এগিয়েও যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৬:০১
Video of father saves child from stray dog goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

‘বেটে কো হাত লগানে সে পহলে বাপ সে বাত কর’। অর্থাৎ, ছেলের গায়ে হাত তোলার আগে বাবার মুখোমুখি হতে হবে। শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির সেই জনপ্রিয় সংলাপ মানুষের মনে দাগ কেটেছিল। এ বার সেই সংলাপই যেন সত্যি হল বাস্তব জীবনে। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োয় অন্তত তেমনটাই দেখা গিয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে ছোট্ট শিশুকে আক্রমণ করতে আসা কুকুরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন সেই শিশুর বাবা। তাড়িয়েও দিলেন কুকুরটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানের মধ্যে শুয়ে খেলা করছে একরত্তি শিশু। এমন সময় সেই দোকানে ঢুকে পড়ে একটি কুকুর। কুকুরটি হিংস্র ভাবে শিশুটির দিকে এগিয়েও যায়। সন্তানকে বিপদের মুখে দেখে উঠে দাঁড়ান পাশে শুয়ে থাকা শিশুটির বাবা। ঢাল হয়ে দাঁড়ান পুত্রের সামনে। এর পর তিনি কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু নাছোড়বান্দা সারমেয়টি বেরোতে রাজি না হওয়ায় তিনি কুকুরটিকে দু’হাতে করে উপরে তুলে বাইরে বার করে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘শ্বেতা গুপ্ত ০৭৪’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে শিশুটির বাবার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। আবার শিশুটির বাবা না থাকলে কী হত, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তবে নেটাগরিকদের অনেকেই ওই শিশুর বাবার কুকুরের প্রতি ওই ধরনের আচরণের নিন্দা করছেন। তাঁদের দাবি, কুকুরটিকে অন্য ভাবেও বার করে দেওয়া যেত। তার জন্য অত হিংসাত্মক হওয়ার দরকার ছিল না।

Advertisement
আরও পড়ুন