Viral Video

যোগ্য জবাব, নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনাছাউনি গুঁড়িয়ে দিল ভারতের ক্ষেপণাস্ত্র! প্রকাশ্যে ভিডিয়ো

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু এবং পঞ্জাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। কিন্তু সেই সব ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ০৯:৩৬
Video of Indian army destroys Pakistan military post across LOC

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় পাক হামলার পর নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক পোস্ট ধ্বংস করেছে ভারত সেনা। তেমনটাই জানা গিয়েছে সেনা সূত্রে। নিয়ন্ত্রণরেখা বরাবর একটি পাক সেনাছাউনি ধ্বংস করার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ভারতীয় সেনার একটি এক্স হ্যান্ডল থেকে।

Advertisement

শুক্রবার সকালে ভারতীয় সেনার ওই এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে ক্ষেপণাস্ত্র হামলায় নিয়ন্ত্রণরেখা বরাবর একটি পাক সেনাছাউনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পোস্টে লেখা, ‘‘৮ এবং ৯ মে মধ্যবর্তী রাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু এবং কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনা অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে ড্রোন হামলা কার্যকর ভাবে প্রতিহত করা হয়েছে। উপযুক্ত জবাবও দেওয়া হয়েছে। ভারতীয় সেনা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার জবাব দেওয়া হবে।’’ সূত্র জানিয়েছে, সেনাছাউনিগুলি ধ্বংস করার জন্য ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে কোন সেক্টরে পাকিস্তানি সেনাছাউনি ধ্বংস করা হয়েছে তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু এবং পঞ্জাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। কিন্তু সেই সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত। সেনা সূত্রে জানানো হয়েছে, জম্মু এবং পঞ্জাবের একাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কিন্তু সেই হামলা ভেস্তে দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ৪০০ ট্রায়াম্ফ। খবর, পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। পাকিস্তানের দু’টি জেএফ ১৭ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। ড্রোনের মাধ্যমেও হামলা চালানো হয়েছিল পাকিস্তানের তরফে। তা-ও প্রতিহত করা হয়েছে। আখনুরে একটি ড্রোনকে গুলি করে নষ্ট করে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন