Operation Sindoor

‘অপারেশন সিঁদুর’-এর দিন জন্ম! উদ্‌যাপন করতে কন্যাসন্তানের নামই বদলে দিলেন বিহারের দম্পতি

বিহারের ওই দম্পতির নাম সন্তোষ মণ্ডল এবং রাখি কুমারী। বিহারের কাটিহার জেলার বালথি মহেশপুর গ্রামের বাসিন্দা তাঁরা। মঙ্গলবার কাটিহারের এক বেসরকারি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাখি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:১৭
Bihar couple name newborn daughter’s after Operation Sindoor

—প্রতীকী ছবি।

পহেলগাঁও জঙ্গিহানার বদলা নিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। মৃত্যু হয়েছে ১০০-রও বেশি জঙ্গির। ‘অপারেশন সিঁদুর’-এর সেই সাফল্যের আবহে দেশপ্রেমের আবেগে উদ্বুদ্ধ হয়ে নবজাতক কন্যার নামই ভারতীয় অভিযানের নামে রাখলেন বিহারের এক দম্পতি। কন্যার নাম তাঁরা রেখেছেন ‘সিঁদুরী’, যা ‘অপারেশন সিঁদুর’-এর নাম অনুযায়ী রাখা হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের ওই দম্পতির নাম সন্তোষ মণ্ডল এবং রাখি কুমারী। বিহারের কাটিহার জেলার বালথি মহেশপুর গ্রামের বাসিন্দা তাঁরা। মঙ্গলবার কাটিহারের এক বেসরকারি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাখি। ওই দম্পতির আত্মীয় কুন্দন কুমার এবং সরলা দেবী জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ অভিযানের দিনেই কন্যার জন্ম হওয়াকে অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছেন তাঁরা। আর তা উদ্‌যাপন করতেই কন্যার নাম তাঁরা ‘সিঁদুরী’ রেখেছেন। তাঁরা এ-ও জানিয়েছেন, সন্তোষ এবং রাখির কন্যাসন্তান হলে অন্য একটি নাম ঠিক করে রেখেছিলেন পরিবারের সদস্যেরা। কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এর কারণে সেই নাম বদলে দেওয়া হয়।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের বক্তব্য, পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু জঙ্গিঘাঁটি। অন্যতম নিশানা ছিল বহাওয়ালপুর শহর। সেখানে ভারতের হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও।

Advertisement
আরও পড়ুন