স্বপ্নপূরণ: ভক্ত ঋত্বিকের সঙ্গে বিরাট। (ডান দিকে) মূল্যবান উপহার। ছবি: এক্স।
তিনি ভারতের হয়ে এখন মাত্র এক ধরনের ক্রিকেটে খেলেন। তাতেও যে বিরাট কোহলির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি, তা আরও এক বার প্রমাণ হল সোমবার। এক নেট বোলারের আইফোনে সই করে তাঁর স্বপ্নপূরণ করলেন তিনি।
বিজয় হজারে ট্রফিতে খেলবেন বিরাট কোহলি। খেলার কথা আছে রোহিত শর্মারও। তার প্রস্তুতি হিসেবে নিজেকে তৈরি রাখতে আলিবাগে নেট বোলারদের নিয়ে অনুশীলনে মগ্ন রয়েছেন বিরাট। সেই বোলারদের মধ্যে এক জন ছিলেন ঝাড়খন্ডের উদীয়মান পেসার ঋত্বিক পাঠক। অনুশীলনের ফাঁকে সেই বোলারের আইফোনের কভারে নিজের সই দেন বিরাট। এই ভিডিয়ো সমাজমাধ্যমে তুলে দিয়েছেন ঋত্বিক। মুহূর্তেই তা ছড়িয়ে পড়েছে। শুধু আইফোনে নয়, ক্রিকেট বলেও সই করে তাঁকে বিশেষ উপহার দিয়েছেন বিরাট।
পুরো ঘটনাটি ফোনের ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি করেছেন সেই বিরাট-ভক্ত। সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, “ফোনটি হয়তো চিরকাল টিকবে না। কিন্তু এই ভিডিয়ো সারাজীবন রয়ে যাবে।” উদীয়মান ক্রিকেটারের প্রতি বিরাটের এই আচরণ মুহূর্তেই ভক্তদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। শুধু সেখানেই থেমে থাকেননি বিরাট। সেই বোলারের সঙ্গে ছবিও তোলেন। ঋত্বিক ক্লান্তিহীন ভাবে তাঁকে তিন দিন ধরে বোলিং করে চলেছেন। সেই ছবি দিয়েই ক্ষান্ত হননি তিনি। স্বপ্নের নায়ককে নিয়ে তিনি লিখেছেন, “জীবনে একবার কী দু’বার এরকম ঘটনা ঘটে। বিরাট কোহলিকে তিন দিন বল করার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। কোনও ভাবেই এই দিন ভুলতে পারব না।”
প্রসঙ্গত ১৬ বছর পরে বিজয় হজারে ট্রফিতে দিল্লির হয়ে প্রত্যাবর্তন ঘটাবেন বিরাট। ১৬ জনের দলে তাঁকে অন্তর্ভূক্ত করা হয়েছে। দিল্লির হয়ে কয়েকটি ম্যাচে তিনি খেলবেন। বুধবার থেকে শুরু হচ্ছে বিজয় হজারে ট্রফি। ইতিমধ্যেই বিরাট খেলবেন বলে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।
এ দিকে, সোমবার বিজয় হজারে ট্রফিতে পঞ্জাবের দল ঘোষণা করা হয়েছে। দলে রাখা হয়েছে টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল, টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং আরশদীপ সিংহকে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন। ফলে এই প্রতিযোগিতায় নিজের সেরাটা দিতে তিনি মরিয়া হয়ে থাকবেন। ১১ জানুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শুরু হওয়ায় তখন গিল এবং আরশদীপকে হয়তো পাওয়া যাবে না। তবে পুরো প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা রয়েছে অভিষেকের। পঞ্জাব তাদের প্রথম দু’টি ম্যাচ খেলবে মহারাষ্ট্র (২৪ ডিসেম্বর) ও ছত্তীসগঢ় (২৬ ডিসেম্বর)-এর বিরুদ্ধে।