Viral Video

বুর্জ খলিফার উপর উঠে আহ্লাদে আটখানা! বেড়াতে গিয়ে খুশিতে ডগমগ হয়ে নাচ পর্যটকদের, ভাইরাল ভিডিয়ো

দুবাইয়ের বুর্জ খলিফায় হলুদ টপের সঙ্গে জিন‌্স পরে ঘুরতে গিয়েছেন ভারতীয় পর্যটকেরা। বুর্জ খলিফার উপর উঠে গোল হয়ে দাঁড়িয়ে পড়লেন সকলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৬:৩০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরিবারের সকলে মিলে দুবাইয়ে ঘুরতে গিয়েছেন। সেখানকার অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল বুর্জ খলিফা যাবেন বলে কথা! তাই সকলে মিলে রংমিলান্তি করে পোশাকও পরেছেন। বুর্জ খলিফার উপর পৌঁছে আর আনন্দ ধরে না তাঁদের। খুশিতে ডগমগ হয়ে গোল হয়ে ঘুরতে ঘুরতে সকলে মিলে নাচ করতে শুরু করে দিলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য_ওয়াকিং_লেন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুবাইয়ের বুর্জ খলিফায় হলুদ টপের সঙ্গে জিন‌্স পরে ঘুরতে গিয়েছেন ভারতীয় পর্যটকেরা। বুর্জ খলিফার উপর উঠে গোল হয়ে দাঁড়িয়ে পড়লেন সকলে।

বেজে উঠল ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘লভযাত্রী’ নামের হিন্দি ছবির ‘ছোগাড়া’ গানটি। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে গোল গোল করে ঘুরতে ঘুরতে নাচ করছিলেন ভারতীয় পর্যটকেরা। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে নেটাগরিকদের একাংশ পর্যটকদের কটাক্ষ করেছেন। এক জন লিখেছেন, ‘‘পর্যটনকেন্দ্রে অনেকে ঘুরতে যান। এমন আচরণের জন্য অন্যের অসুবিধা হতেই পারে। এটা তো বাড়ি নয়, যে যা খুশি তাই করা যায়।’’

Advertisement
আরও পড়ুন