Viral Video

হ্যান্ডল ধরে প্যাডেলে রাখল পা! আসনে চড়ে রাস্তায় হু হু করে সাইকেল ছোটাল বাঁদর, ভাইরাল ভিডিয়ো

বাঁদরের গলায় একটি চেন জড়িয়ে তা সাইকেলের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। হাতল এ দিক- ও দিক ঘুরিয়ে খোশমেজাজে সাইকেল চালাচ্ছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৭:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার এক ধারে রাখা ছিল নীল রঙের একটি ছোট সাইকেল। তার দিকেই এগিয়ে যাচ্ছিল একটি বাঁদর। সাইকেলের হ্যান্ডল ধরে তা টেনে রাস্তায় নিয়ে এল সে। পা-দানিতে একটি পা চাপিয়ে অবিকল মানুষের মতো সাইকেলে চেপে বসল বাঁদরটি। তার পর হু হু করে রাস্তায় সাইকেল ছুটিয়ে নিয়ে গেল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আইলভঅ্যানিম্যাল্‌স৮১৯’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় একটি বাঁদরকে সাইকেল চালাতে দেখা গিয়েছে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে বাঁদরকে সাইকেল চালাতে দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ।

বাঁদরের গলায় একটি চেন জড়িয়ে তা সাইকেলের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। হাতল এ দিক- ও দিক ঘুরিয়ে খোশমেজাজে সাইকেল চালাচ্ছে সে। ভিডিয়োটি দেখে এক জন মজা করে লিখেছেন, ‘‘এর পর আর গাছের ডালে লাফিয়ে লাফিয়ে চলাচল করবে না বাঁদরটি। সাইকেল চালিয়েই ঘুরতে বেরিয়ে যাবে সে।’’ আবার এক জনের কথায়, ‘‘বাঁদরটি মনে হয় কারও পোষ্য। তিনি সাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকতে পারেন বাঁদরটিকে।’’

Advertisement
আরও পড়ুন