Viral Video

ছোট শিশুকে আক্রমণ ভয়াল রটওয়েলারের! ঢাল হয়ে বাঁচাল মা, আহতও হলেন, ভাইরাল ভিডিয়ো

রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে ঘটনাটি ঘটেছে। তুষারেঢাকা রাস্তায় এক পাঁচ বছরের শিশুকে আক্রমণ করে একটি ক্ষিপ্র রটওয়েলার। বিষয়টি নজরে পড়তেই দৌড়ে যায় শিশুটির মা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১০:০৯
Video of mother saves child as Rottweiler attack son

ছবি: এক্স থেকে নেওয়া।

পাঁচ বছরের শিশুকে আক্রমণ করেছে ভয়ঙ্কর রটওয়েলার। সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল মা। ঢাল হয়ে দাঁড়াল ভয়ঙ্কর কুকুরটির সামনে। ছেলেকে বাঁচাতে গিয়ে জখমও হন। তাঁর রক্তে লাল হয়ে যায় বরফ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে ঘটনাটি ঘটেছে। তুষারেঢাকা রাস্তায় এক পাঁচ বছরের শিশুকে আক্রমণ করে একটি রটওয়েলার। বিষয়টি নজরে পড়তেই দৌড়ে যায় শিশুটির মা। সন্তানকে কোলের মধ্যে ঢুকিয়ে বরফের উপর উপুর হয়ে শুয়ে পড়েন তিনি। শিশুকে ছেড়ে তার মাকে আক্রমণ করে বিশাল কুকুরটি। কুকুরের কামড়ে আহত হন মহিলা। রক্তে লাল হয়ে যায় বরফ। তবুও সন্তানকে এক মুহূর্তের জন্যও ছাড়েননি তিনি। কিছু ক্ষণ পরে স্থানীয় কয়েক জন ওই মহিলাকে উদ্ধার করেন। ভয়ঙ্কর দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ‘আরটি টেলিভিশন নেটওয়ার্ক’-এর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই মহিলার সাহসিকতা দেখে কুর্নিশ জানিয়েছেন তাঁকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা দেখে আমার রক্ত ​​টগবগ করছে। কিছু কুকুরকে নিষিদ্ধ করা উচিত।’’ অনেকে ওই কুকুরের মালিককে গ্রেফতারের দাবিও তুলেছেন।

Advertisement
আরও পড়ুন