viral video

বিড়াল ভেবে জঙ্গলের ত্রাসকে তাড়া, কয়েক সেকেন্ডে ভুল বুঝে লেজ গুটিয়ে পালাল ‘এলাকার রক্ষকেরা’! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধার থেকে লাফ দিয়ে উঠে আসে একটি চিতাবাঘ। পশুটিকে বেরিয়ে আসতে দেখে সেটির পিছু নেয় এলাকার একপাল কুকুর। একটি সরু গলির মধ্যে ঢুকে যায় চিতাবাঘটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১২:৫৬
pack of a dog attack a leopard

ছবি: সংগৃহীত।

শত্রুকে হালকা ভাবে নিয়ে ভুল করেছিল কুকুরের দল। চিতাবাঘকে বড় বিড়াল ভেবে তাড়া করতে গিয়ে উচিত শিক্ষা পেল সারমেয়র দল। একা পেয়ে বীরবিক্রমে চিতাবাঘটিকে তাড়া করেছিল একপাল কুকুর। হিংস্র প্রাণীটি ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করতেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হল তারা। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদ‌িও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। একটি সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। তবে ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে সে বিষয়ে কোনও সুষ্পষ্ট তথ্য পাওয়া সম্ভব হয়নি।

Advertisement

সিসিটিভি ফুটেজ অনুসারে, এই ঘটনাটি ঘটেছিল ৩ জুলাই রাত ১১টা নাগাদ। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তার একটি ধার থেকে লাফ দিয়ে উঠে আসে চিতাবাঘটি। রাস্তা টপকে সে অন্য পাশে চলে যায়। এলাকায় ‘বহিরাগত’ ঢুকতে দেখে তেড়ে যায় রক্ষকেরা। প্রায় ১০ থেকে ১২টি কুকুর দৌড়তে থাকে চিতাবাঘটির পিছনে। একটি সরু গলির মধ্যে ঢুকে যায় চিতাবাঘটি। পিছু ধাওয়া করে কুকুরগুলি। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় অদ্ভুত ঘটনা। যে গতিতে কুকুরগুলি হিংস্র প্রাণীটিকে তাড়া করেছিল ঠিক সেই গতিতেই লেজ গুটিয়ে ফিরে আসে তারা। সেই দৃশ্য দেখে অনুমান করা যায় যে চিতাবাঘটি অবশ্যই তাদের এক জনকে শিকার করেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়োটি এখনও পর্যন্ত কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২৪ হাজারেরও বেশি লাইক পড়েছে তাতে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘কুকুর তার নিজের এলাকায় ‘সিংহ’। কিন্তু জঙ্গলের প্রাণীটি তাদের জব্দ করে দিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন