Viral Video

রেললাইনে মানুষের ভিড়! বিদ্যুতের সমস্যা হওয়ায় ট্রেন থামতে লাইন ধরে হাঁটতে শুরু করলেন যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

বিদ্যুতের সমস্যার কারণে মাঝপথে থেমে পড়ে ট্রেনটি। বেশ কিছু ক্ষণ অপেক্ষা করার পরেও সমস্যার সমাধান হয় না। অগত্যা ট্রেন ছেড়ে লাইনে নেমে পড়তে বাধ্য হন যাত্রীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৬:২৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিদ্যুতের গোলযোগ হওয়ায় মাঝপথেই থেমে গেল ট্রেন। দীর্ঘ ক্ষণ অপেক্ষার পরেও ট্রেন চালু হল না। অগত্যা ট্রেন থেকে নামতে বাধ্য হলেন যাত্রীরা। রেললাইন ধরে সারি বেঁধে হাঁটতে শুরু করলেন সকলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি সিঙ্গাপুরে ঘটেছে। সেংকাং থেকে পাংগোলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল যাত্রিবাহী ট্রেনটি। কিন্তু মাঝপথে বেধে যায় গোল। বিদ্যুতের সমস্যার কারণে মাঝপথে থেমে যায় ট্রেনটি। বেশ কিছু ক্ষণ অপেক্ষা করার পরেও সমস্যার সমাধান হয় না। অগত্যা ট্রেন ছেড়ে লাইনে নেমে পড়তে বাধ্য হন যাত্রীরা।

অন্য কোনও উপায় না থাকায় রেললাইন ধরেই সোজা হাঁটতে শুরু করেন সকলে। পরের স্টেশন পর্যন্ত লাইন ধরে হেঁটে যান তাঁরা। পরে লাইন থেকে সেই ট্রেনটিকে সরিয়ে ফেলেন কর্তৃপক্ষ। ট্রেনের সমস্যার কারণে যে দুর্ভোগের শিকার হয়েছিলেন নিত্যযাত্রীরা, তার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়।

ভিডিয়োটি দেখে যাত্রীদের জন্য সহানুভূতি জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। এই প্রসঙ্গে এক জন নেটব্যবহারকারী লিখেছেন, “যাতায়াতের সময় এমন বিপদের মুখে পড়লে খুব সমস্যা হয়। আশা করি, সকলেই ভাল ভাবে সে দিন গন্তব্যে পৌঁছোতে পেরেছিলেন।”

Advertisement
আরও পড়ুন