Viral Video

ঘরে ঢুকেছে ‘গঙ্গার আশীর্বাদ’! দুধ-ফুল দিয়ে পুজো করে নোংরা জলে ডুব সাব ইনস্পেক্টরের, প্রয়াগরাজের ভিডিয়ো ভাইরাল

একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, জলস্তর আর একটু বাড়লেই পুলিশের বাড়ির ভিতর জল ঢুকে পড়বে। কিন্তু তা নিয়ে চিন্তা নেই চন্দ্রদীপের। তাঁর ধারণা, গঙ্গা তাঁর বাড়ির দোরে নিজে এসেছে বলে তিনি ভাগ্যবান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৬:৩৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভারী বৃষ্টির ফলে গঙ্গা এবং যমুনার জলস্তর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নিচু এলাকাগুলি তার ফলে জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল ঢুকে পড়েছে পুলিশের বাড়ির ভিতরেও। কিন্তু বিচলিত হননি তিনি। বরং তাঁর ঘরে জল ঢুকে পড়ায় তা ‘মা গঙ্গার আশীর্বাদ’ বলে মনে করছেন পুলিশকর্মী। কখনও ফুলের পাপড়ি ছড়িয়ে, দুধ ঢেলে পুজো সেরেছেন। কখনও আবার খালি গায়ে ডুব দিয়েছেন জলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই ভিডিয়ো পোস্ট করেছেন এক সাব ইনস্পেক্টর।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সাব ইনস্পেক্টর চন্দ্রদীপ নিশাদ। তাঁর বাড়ি দারাগঞ্জ এলাকায়। সম্প্রতি ফেসবুকের পাতা থেকে কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতে ঘটভর্তি দুধ এবং ফুল নিয়ে দোতলা থেকে নীচে নেমে এলেন তিনি। বাড়ির সদর দরজা খোলা।

বাড়ির সামনে জলে থইথই অবস্থা। জলস্তর আর একটু বাড়লেই পুলিশের বাড়ির ভিতর জল ঢুকে পড়বে। কিন্তু তা নিয়ে চিন্তা নেই চন্দ্রদীপের। তাঁর ধারণা, গঙ্গা তাঁর বাড়ির দোরে নিজে এসেছে বলে তিনি ভাগ্যবান। পুলিশের উর্দি পরে জলে দুধ ঢেলে, ফুল ছড়িয়ে সাধ্যমতো পুজো সারলেন তিনি। পরের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চন্দ্রদীপের বাড়ির নীচের তলা জলে ভাসছে। খালি গায়ে সেই জলে বার বার ডুব দিয়ে ‘পুণ্যস্নান’ সারছেন তিনি। রাস্তায় বেরিয়ে জলের মধ্যে সাঁতার কাটতেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
আরও পড়ুন