Viral Video

বন্ধুকে সঙ্গ দিতে হামাগুড়ি দিল কুকুরছানা, ভালবাসা না-বুঝে অন্য দিকে হাঁটা দিল বিরক্ত কচ্ছপ, মজার ভিডিয়ো ভাইরাল

ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বাগান থেকে সদর দরজার দিকে হেঁটে যাচ্ছিল কচ্ছপটি। তাকে দেখে কুকুরছানাটিও পা মুড়ে বসে পড়ল। তার পর পেটের উপর ভর দিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাগান থেকে সদর দরজার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল একটি কচ্ছপ। বন্ধুকে সঙ্গ দিতে গিয়ে একই গতিতে হাঁটা শুরু করল একটি কুকুরছানা। এমনকি, কচ্ছপটিকে নকল করে পেটে ভর দিয়ে হাঁটতে থাকে কুকুরছানাটি। তার হাবভাব দেখে বিরক্ত হয়ে যায় কচ্ছপটি। মুখ ঘুরিয়ে অন্য দিকে হাঁটা লাগায় সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নেচার অ্যান্ড অ্যানিম্যাল্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কচ্ছপের মতো ধীর গতিতে হাঁটছে একটি কুকুরছানা। আসলে, বন্ধু কচ্ছপকে সঙ্গ দিতেই এই পদক্ষেপ তার। ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বাগান থেকে সদর দরজার দিকে হেঁটে যাচ্ছিল কচ্ছপটি। তাকে দেখে কুকুরছানাটিও পা মুড়ে বসে পড়ল।

তার পর পেটের উপর ভর দিয়ে, সামনের পা দিয়ে ঘষে ঘষে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল সে। তার কাণ্ডকারখানা দেখে বড়ই বিরক্ত হল কচ্ছপটি। দিশা বদলে অন্য দিকে হাঁটা শুরু করল সে। কুকুরছানাটিও পিছু নিল তার বন্ধুর। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আহা রে! কুকুরছানা তো কচ্ছপটিকে সঙ্গ দিতে চাইছিল। বন্ধুর উদ্দেশ্য বুঝতে পারল না কচ্ছপটি।’’

Advertisement
আরও পড়ুন