Viral Video

তানিষ্কের বিপণিতে ঢুকে ২৫ কোটির গয়না লুট ছয় ডাকাতের, গুলির লড়াই পুলিশের সঙ্গে! ভাইরাল ভিডিয়ো

ডাকাতির যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, তানিষ্কের বিপণিতে ঢুকছেন ছ’জন তরুণ। তাঁদের সকলের হাতেই বন্দুক। তবে কারও মুখেই মুখোশ ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১১:৪৪
Video of robbery in Tanishq showroom in Bihar goes viral, police arrested two

ছবি: এক্স থেকে নেওয়া।

জনপ্রিয় গহনা প্রস্তুতকারক স‌ংস্থা তানিষ্কের বিপণিতে প্রকাশ্যে ডাকাতি! দিনের বেলা আগ্নেয়াস্ত্র হাতে দোকানে ঢুকে ২৫ কোটি টাকার গয়না লুট করল ছয় দুষ্কৃতী। বিহারের ভোজপুরের আরায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডাকাতির ঘটনায় জড়িত সকলেই খুব সাধারণ পোশাকে তানিষ্কের বিপণিতে ঢুকেছিলেন। প্রত্যেকেরই বয়স কম। ডাকাতির পর পুলিশের মুখোমুখিও হয় দুষ্কৃতীরা। ধরা পড়েন বিশাল গুপ্ত এবং কুণাল কুমার নামে দুই অভিযুক্ত। বাকি চার জন চুরি হওয়া গয়নার বেশির ভাগ অংশ নিয়ে পালাতে সক্ষম হন। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। চার সন্দেহভাজনকে খুঁজে বার করার জন্য একটি বিশেষ তদন্ত দল বা সিট গঠন করা হয়েছে। সিসিটিভি ভিডিয়োও খতিয়ে দেখা হচ্ছে। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর।

ডাকাতির যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, তানিষ্কের বিপণিতে ঢুকছেন ছ’জন তরুণ। তাঁদের সকলের হাতেই বন্দুক। তবে কারও মুখেই মুখোশ ছিল না। কয়েক মিনিটের মধ্যেই তাঁরা দোকানের কর্মীদের হুমকি দিয়ে প্রচুর দামি গয়না ব্যাগে পুরে ফেলেন। নিরাপত্তারক্ষীদের বন্দুকও কেড়ে নেন। এর পরেই তাঁরা সেখান থেকে চম্পট দেন। পুরো ঘটনাটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

ডাকাতির ভিডিয়োটি সমাজমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে ভিডিয়োগুলি। ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। তবে ভিডিয়ো দেখে মজার মন্তব্যও করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এত শান্ত ভাবে ডাকাতি করতে কখনও কাউকে দেখিনি।’’

Advertisement
আরও পড়ুন