Viral Video

‘অতিথির কাণ্ড’! লোকের বাড়ির দরজা খুলে নিজে নিজেই ঢুকে পড়ল টার্টল, মজার ভিডিয়ো ভাইরাল

একটি ছোট্ট টার্টল তার সামনের পা উঠিয়ে অনবরত একটি দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে। বহু চেষ্টার পর দরজা ফাঁক করতে সফল হল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির সঙ্গে রয়েছে লাগোয়া বারান্দা। কাচের দরজা ঠেলে অন্দরমহলে সহজেই প্রবেশ করা যায়। কিন্তু এ কাজ কি টার্টলের পক্ষে সম্ভব? পা দিয়ে দরজা খুলে দিয়ে নিজে থেকেই ঢুকে পড়ল তরুণ-তরুণীর বাড়ির ভিতর। সমাজমাধ্যমে এমনই এক মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘চিজ়বার্গার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ছোট্ট টার্টল তার সামনের পা উঠিয়ে অনবরত একটি দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে। বহু চেষ্টার পর দরজা ফাঁক করতে সফল হল সে। দরজা সামান্য খুলে যেতে সেই ফাঁক দিয়ে বাড়ির ভিতর গলে পড়ল সে। টার্টলের এই কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি করছিলেন সেই বাড়ির লোকেরা।

এক জন তরুণী আবার মজা করে টার্টলকে প্রশ্ন করছিলেন, ‘‘আপনি কে? এ ভাবে ঢুকে পড়ছেন কেন?’’ টার্টলের হাবভাব দেখে ক্যামেরার ও পারে থাকা এক তরুণ হেসে গড়িয়ে পড়লেন। মজার ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘টার্টলকে দেখে মনে হচ্ছে সে অনাহুত অতিথি। কিন্তু তার তো হেলদোলই নেই! দিব্যি কোনও অনুমতি না নিয়ে ঘরে ঢুকে পড়ল।’’

Advertisement
আরও পড়ুন