Viral Video

রেলের হাসপাতালে ঢুকে পড়ল জোড়া ঘোড়া, টহল দিয়ে ‘যাচাই করল’ ব্যবস্থাপনা! উত্তরপ্রদেশের ভিডিয়ো ভাইরাল

হাসপাতালের নীচের তলার ঘরগুলির দরজা বন্ধ করে ভিতরে ঢুকে পড়েন সেখানকার কর্মী এবং রোগীরা। যে ঘরের দরজাগুলি খোলা ছিল, সেই ঘরগুলিতে ঢুকে টহল দিতে শুরু করে ঘোড়া দু’টি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৭:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভরদুপুরে হাসপাতাল চত্বরে ঢুকে পড়ল দু’টি ঘোড়া। বারান্দা থেকে টহল দেওয়া শুরু করে দরজা খোলা পেয়ে নীচের তলার ঘরগুলি প্রায় সবক’টিই ঘুরে দেখল তারা। ঘোড়া দু’টির পিছন পিছন ঘুরছিলেন হাসপাতালের এক চিকিৎসক। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নরেন্দ্র প্রতাপ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি ঘোড়া হাসপাতালের ভিতরে ঘোরাঘুরি করছে। সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির রেলের হাসপাতালে ঘটেছে। রাস্তায় ঘুরে বেড়াতে গিয়ে পথ ভুলে হাসপাতালের ভিতর ঢুকে পড়ে ঘোড়া দু’টি। সঙ্গে সঙ্গে হাসপাতালের নীচের তলার ঘরগুলির দরজা বন্ধ করে ভিতরে ঢুকে পড়েন সেখানকার কর্মী এবং রোগীরা।

যে ঘরের দরজাগুলি খোলা ছিল, সেই ঘরগুলিতে ঢুকে টহল দিতে শুরু করে ঘোড়া দু’টি। ঘোড়া দু’টির কাণ্ডকারখানা ভিডিয়ো করে রেকর্ড করেন সেই হাসপাতালের এক চিকিৎসক। কিছু ক্ষণ হাসপাতালের ভিতর এ ভাবে টহল দেওয়ার পর আবার শান্ত ভাবেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় ঘোড়া দু’টি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজার ছলে লিখেছেন, ‘‘পছন্দের চিকিৎসক খুঁজে না পাওয়ায় ঘোড়া দু’টি ফিরে গেল।’’

Advertisement
আরও পড়ুন