Viral Video

কাল হল ‘রিভার র‌্যাফটিং’! তীব্র স্রোতে ভারসাম্য হারিয়ে নদীতে পড়লেন যুবক, মৃত্যু কিছু ক্ষণ পরেই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই যুবকের নাম সাগর নেগি (২৮)। তিনি দেহরাদূনের বাসিন্দা। সম্প্রতি বন্ধুদের সঙ্গে হৃষিকেশ গিয়েছিলেন সাগর। সেখানে গিয়ে শিবপুরী থেকে ‘রিভার র‌্যাফটিং’ করতে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১১:৪০
Video of youth dies after falling in river while river rafting in Rishikesh

—প্রতীকী ছবি।

প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান উত্তরাখণ্ডের হৃষিকেশে। তাঁদের মধ্যে কেউ যান আধ্যাত্মিকতার খোঁজে, কেউ যান ‘বাঞ্জি জাম্পিং’ বা ‘রিভার র‌্যাফটিং’-এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের অভিজ্ঞতা সঞ্চয় করতে। কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে যাওয়াই কাল হল এক যুবকের। ‘রিভার র‌্যাফটিং’ করতে গিয়ে প্রাণ হারালেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে তেহরি জেলার মুনিকিরেটি এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই যুবকের নাম সাগর নেগি (২৮)। তিনি দেহরাদূনের বাসিন্দা। সম্প্রতি বন্ধুদের সঙ্গে হৃষিকেশ গিয়েছিলেন সাগর। সেখানে গিয়ে শিবপুরী থেকে ‘রিভার র‌্যাফটিং’ করতে যান। জানা গিয়েছে, কিছু দূর যাওয়ার পরে নদীর তীব্র স্রোতের কারণে তাঁদের বহনকারী ভেলা ভয়ঙ্কর ভাবে দুলতে শুরু করে। ভারসাম্য হারিয়ে সাগর নদীতে পড়ে যান। সহযাত্রীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনি জলে জ্ঞান হারিয়ে ফেলার কারণে উদ্ধারে দেরি হয়। কিছু ক্ষণ পরে এক জন র‍্যাফটিং গাইড এবং সহযাত্রীরা তাঁকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই সাগরকে সিপিআর দেওয়া হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি ঘটে। সাগরকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর পরে সাগরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ভাইরাল ভিডিয়োটি ‘ভুপি পানওয়ার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, জলে পড়ে যাওয়ার পর কী ভাবে আবার র‌্যাফ্টে ওঠার চেষ্টা করছেন সাগর। অন্য যাত্রীরাও তাঁকে সাহায্য করার চেষ্টা করেন। কিন্তু নদীর স্রোত এতটাই তীব্র ছিল যে সাগরকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। দূর থেকে ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত বহু মানুষ দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতেও শুরু করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন