Viral Video

মন্দিরের শোভাযাত্রায় নাচ ডিজের তালে! খালি গায়ে পুরোহিতের ‘ব্রেকড্যান্স’ মাতিয়ে দিল সকলকে

শ্রীকাকুলাম জেলার মন্দাসা গ্রামের শ্রীবাসুদেব পেরুমল মন্দিরে ১৬তম বার্ষিক ব্রহ্মোৎসবের সময় ঘটনাটি ঘটেছিল। ১৭ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল সেই বার্ষিক উৎসব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ০৯:১৮
Video shows Andhra Pradesh priest breakdancing with dj music in temple procession

ছবি: এক্স থেকে নেওয়া।

আদুর গা। পরনে গেরুয়া ধুতি। শরীর থেকে ঝুলছে পৈতে। আর সেই অবস্থাতেই ডিজের সঙ্গে তাল মিলিয়ে ‘ব্রেকড্যান্স’ করতে দেখা গেল এক পুরোহিতকে। হাত-পা-শরীর বাঁকিয়ে নাগাড়ে নেচে চলেছেন তিনি। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার শ্রীবাসুদেব পেরুমল মন্দিরের বর্ণাঢ্য শোভাযাত্রার সময় ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে। ভাইরাল হয়েছে পুরোহিতের নাচের সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, শ্রীকাকুলাম জেলার মন্দাসা গ্রামের শ্রীবাসুদেব পেরুমল মন্দিরে ১৬তম বার্ষিক ব্রহ্মোৎসবের সময় ঘটনাটি ঘটেছিল। ১৭ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল সেই বার্ষিক উৎসব। সেই অনুষ্ঠান চলাকালীনই শোভাযাত্রার সময় ডিজের তালে নাচতে দেখা যায় ওই পুরোহিতকে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শ্রীবাসুদেব পেরুমল ভগবানের শোভাযাত্রা শুরু হয়েছে। সেই উপলক্ষে ডিজের আয়োজন করা হয়েছে। আর সেই তালে সকলে নাচছেন। বাদ যাননি পুরোহিতেরাও। তার মধ্যেই এক বৃদ্ধ পুরোহিতকে গানের তালে ‘ব্রেকড্যান্স’ করতে দেখা গিয়েছে। খালি গায়ে মাটিতে বসে অভিনব ভাবে নাচতে শুরু করেন তিনি। এর পর মাটি থেকে উঠে শরীর বেঁকিয়ে আধুনিক কায়দায় নাচতে দেখা যায় তাঁকে। ওই পুরোহিতকে ঘিরে হইচই পড়ে যায়। অনেকেই তাঁকে উৎসাহ জোগান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ’ নামের এক্স হ্যান্ডল থেকে গত ২৫ ফেব্রুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। তবে ভিডিয়োটিকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, এক জন পুরোহিতের কখনওই ওই ভাবে নাচা উচিত হয়নি।

Advertisement
আরও পড়ুন