Viral Video

তাড়া করেছে বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক’ পাখি! কোনও ক্রমে রক্ষা পেলেন মা-ছেলে, ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মিশন বিচ এলাকায়। ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্রাণপণে দৌড়াচ্ছেন এক মহিলা এবং তাঁর বালক পুত্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৭:০৫
Video shows bird chasing a mother and son, then this happened

ছবি: ফেসবুক।

মাঝেমাঝে এমন কিছু ঘটনা ক্যামেরায় ধরা পড়ে যা বিশ্বাস করা কঠিন। কিছু মুহূর্ত মিষ্টি হয়, আবার কিছু আমাদের ভয় পাইয়ে দেয়। সে রকমই একটি বিরল মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কী ভাবে অদ্ভুতদর্শন পাখির হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াচ্ছে এক মহিলা এবং তাঁর সন্তান। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মিশন বিচ এলাকায়। ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্রাণপণে দৌড়চ্ছেন এক মহিলা এবং তাঁর বালক পুত্র। তাঁদের পিছনে আসছে দু’টি অদ্ভুতদর্শন পাখি। একটি বড়, একটি ছোট। পাখি দু’টিকে দেখে আতঙ্কিত হয়ে সন্তানকে নিয়ে ঘরের ভিতর ঢুকে যান ওই মহিলা। ঘরের দরজা বন্ধ করে দেন। অন্য দিকে পাখি দু’টি দরজা পর্যন্ত এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘এবিসি ব্রিসবেন’ নামে এক সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। পাখিটিকে দেখে কেন এত ভয় পেলেন ওই মহিলা, সে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটাগরিকদের একাংশের মতে, যে পাখিটিকে দেখে ওই মহিলা ভয় পেয়েছেন, তার নাম ক্যাসোওয়ারি। পাখিটি বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক’ পাখি হিসেবে বিবেচিত হয়। ক্যাসোওয়ারি পাখি উড়তে না পারলেও এরা খুবই শক্তিশালী। উচ্চতা প্রায় ৪ থেকে ৫.৬ ফুট এবং ওজন ৭৫ কেজি পর্যন্ত হতে পারে। ৫ ফুটেরও বেশি উচ্চতায় লাফ দিতে পারে ক্যাসোওয়ারি। ঘণ্টায় দৌড়তে পারে ৩০ মাইল বেগে। জোরে লাথিও মারতে পারে। অস্ট্রেলিয়া, নিউ গিনি এবং কাছাকাছি দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায় ক্যাসোওয়ারিদের।

Advertisement
আরও পড়ুন