Viral Video

ভুল ফ্ল্যাটে বেল বাজানোয় তুলকালাম, সদলবলে আবাসনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি ডেলিভারি কর্মীর! ভাইরাল ভিডিয়ো

পুরো ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্রেটার নয়ডা ওয়েস্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৬:৩৮
Video shows brawl between delivery agent and security guard in Noida society over wrong door bell rang

ছবি: এক্স থেকে নেওয়া।

ভুল বাড়িতে কলিং বেল বাজিয়েছিলেন খাবার ডেলিভারি বয়। আর তার জেরেই রণক্ষেত্রে পরিণত হল নয়ডার একটি অভিজাত বহুতল আবাসন। আবাসনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লেন খাবার পৌঁছোতে যাওয়া ওই যুবক। চলল লাথি, ঘুষি, লাঠি এবং লোহার রড দিয়ে মার। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাত ১০টার দিকে গ্রেটার নয়ডার ওই আবাসনের একটি ফ্ল্যাটে খাবার পৌঁছোতে গিয়েছিলেন পেশায় ডেলিভারি বয় রোহন কুমার নামে এক তরুণ। জানা গিয়েছে, খাবার পৌঁছোতে গিয়ে ভুল ফ্ল্যাটের কলিং বেল বাজান রোহন। সেই ফ্ল্যাটের বাসিন্দারা যখন তাঁকে জানান যে, কোনও অর্ডার দেওয়া হয়নি, তখন রোহন সেখান থেকে যেতে অস্বীকার করেন। ওই ফ্ল্যাটের বাসিন্দাদের ঠিক করে ঠিকানা পরীক্ষা করতে বলেন। এর পর ওই ফ্ল্যাটের মালিক নিরাপত্তারক্ষীদের ফোন করেন। নিরাপত্তারক্ষীরা পৌঁছোনোর পর উভয় পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পুলিশ জানিয়েছে, নিরাপত্তারক্ষীরাও এসে রোহনকে আবাসন ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু রোহন না গিয়ে তাঁর কয়েক জন বন্ধুকে ডেকে পাঠান। কয়েক মিনিটের মধ্যেই মোটরসাইকেলে চার থেকে পাঁচ জন এসে আবাসনের প্রধান গেটের কাছে ঝামেলা শুরু করেন। এর পরেই মারপিট শুরু হয় আবাসনের নিরাপত্তারক্ষী এবং ডেলিভারি বয় ও তাঁর বন্ধুদের মধ্যে। লাথি, কিল, ঘুষি তো চলেই একে অপরের দিকে লাঠি এবং লোহার রড নিয়েও চড়াও হয় দুই পক্ষ। ১৫ মিনিটেরও বেশি সময় ধরে চলে হাতাহাতি। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আবাসনের বাসিন্দাদের ভিড় জমে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ওই আবাসনে পৌঁছোয়। পুলিশকে দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যান রোহন এবং তাঁর বন্ধুরা। এর পর অভিযোগের ভিত্তিতে ভিডিয়ো প্রমাণ এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। ওই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ডেলিভারি বয় রোহন এব‌ং তিন জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারির চেষ্টা চলছে বলে খবর।

পুরো ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্রেটার নয়ডা ওয়েস্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়ো দেখার পর বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। শহুরে এলাকার আবাসনগুলিতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement
আরও পড়ুন