Viral Video

প্ল্যাটফর্মে নাচতে নাচতে রিল করায় তরুণীকে ধাক্কা যাত্রীর! ‘বাবার জায়গা’ বনাম ‘রিল বানানোর জায়গা’ নিয়ে শুরু ‘লড়াই’

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে নাচতে নাচতে রিল বানাতে শুরু করেছেন এক তরুণী। সামনেই এক পরিচিতের সঙ্গে গল্প করছিলেন এক যুবক। রিল বানাতে বানাতে তরুণী তাঁদের কাছে যেতেই যুবক ধাক্কা মারেন তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১২:০২
Video shows brawl between man and woman over making reel in rail Platform

ছবি: এক্স থেকে নেওয়া।

প্ল্যাটফর্মে অনেক ক্ষণ ধরে দাঁড়িয়ে ট্রেন। নেমে গল্প করছিলেন কয়েক জন যাত্রী। এমন সময় প্ল্যাটফর্মেই নেচে নেচে রিল বানাতে শুরু করলেন এক তরুণী। আর তা করতে গিয়েই বিপত্তি। প্ল্যাটফর্মে রিল বানানোর জন্য তরুণীকে সজোরে ধাক্কা দিলেন যাত্রী এক যুবক। আর তা নিয়ে ঝামেলা বাধল দু’পক্ষের মধ্যে। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোন স্টেশনে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে নাচতে নাচতে রিল বানাতে শুরু করেছেন এক তরুণী। সামনেই এক পরিচিতের সঙ্গে গল্প করছিলেন এক যুবক। রিল বানাতে বানাতে তরুণী তাঁদের কাছে যেতেই যুবক ধাক্কা মারেন তাঁকে। সঙ্গে সঙ্গে রিল বানানো বন্ধ করে যুবকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তরুণী। ঝামেলা শুরু হয় তাঁদের মধ্যে। যুবককে রেগে গিয়ে বলতে শোনা যায়, ‘‘এটা রিল বানানোর জায়গা! এ ভাবেই মানুষের অসুবিধা করেন আপনারা।’’ তরুণী পাল্টা বলেন, ‘‘আপনি কি পাগল? স্টেশন আপনার বাবার নয়। আপনি কোন সাহসে ধাক্কা দিলেন?’’ এই নিয়ে তর্কাতর্কি চরমে পৌঁছোলে ট্রেনের কয়েক জন যাত্রী এগিয়ে যান। তাঁদের ঘিরে ভিড় জমে যায়। অনেকে তাঁদের থামানোরও চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইয়াতি শর্মা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। চার লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ ভাবে যত্রতত্র রিল বানানোর জন্য সাধারণ মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তরুণীর উচিত শিক্ষা হয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যা-ই হয়ে যাক, যুবকের ও ভাবে ধাক্কা দেওয়া উচিত হয়নি। কথা বলে বোঝাতে পারতেন।’’ ভি়ডিয়োটি দেখার পর যুব সমাজের রিল বানানোর উন্মাদনার কথা উল্লেখ করে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন