Viral Video

মদ খেয়ে স্কুটি চালাচ্ছিলেন, আটকাতেই টলতে টলতে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ালেন বধূ, চুপ করে বসে দেখলেন স্বামী

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর রাতে ছত্তীসগঢ়ের রাস্তায় একটি স্কুটি দাঁড় করিয়েছে পুলিশ। স্কুটির চালকের আসনে খোলামেলা পোশাক পরে বসে রয়েছেন এক বধূ। পিছনে বসে তাঁর স্বামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৩:৪১
Video shows brawl between police and drunken woman in Chhattisgarh

ছবি: এক্স থেকে নেওয়া।

গভীর রাতে স্বামীকে স্কুটির পিছনে চাপিয়ে যাচ্ছিলেন মদ্যপ তরুণী। পুলিশ আটকাতেই শুরু হল ঝামেলা। তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন ওই তরুণী। দুর্ব্যবহারও করলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ে। পুলিশের সঙ্গে তরুণীর উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর রাতে ছত্তীসগঢ়ের রাস্তায় একটি স্কুটি দাঁড় করিয়েছে পুলিশ। স্কুটির চালকের আসনে আধুনিক পোশাক পরে বসে রয়েছেন এক বধূ। পিছনে বসে তাঁর স্বামী। ওই বধূ মদের নেশায় বুঁদ। গাড়ি আটকাতেই পুলিশকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশ তাঁকে শান্ত করার চেষ্টা করলে উল্টে তিনি আরও চিৎকার করতে শুরু করেন। টলতে টলতে পুলিশের উদ্দেশে গালিগালাজও করতেও দেখা যায় ওই বধূকে। যদিও তাঁর স্বামীকে বিশেষ কোনও কথা বলতে দেখা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, পুলিশ ওই বধূ এবং তাঁর স্বামীকে নিকটবর্তী পুলিশস্টেশনে নিয়ে যাওয়ার কথা বলার পর ঝামেলার সূত্রপাত।

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ভয়েস অফ ছত্তীসগঢ়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। মদ্যপ তরুণীর শাস্তির দাবি তুলে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। তরুণ সমাজের মধ্যে মদ খেয়ে গাড়ি চালানোর প্রবণতা নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এদের জন্যই দুর্ঘটনা ঘটে। মদ খেয়ে গাড়িও চালাবে আবার পুলিশের সঙ্গে ঝামেলাও করবে। তরুণীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।’’

Advertisement
আরও পড়ুন