Viral Video

ট্রেডমিলে দৌড়চ্ছিল ভাই, এসে যন্ত্রের গতি বাড়িয়ে দিল দুষ্টু দাদা, ‘উড়ে’ বাইরে চলে গেল বালক! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির ভিতরে ট্রেডমিলে দৌড়চ্ছে এক বালক। পাশেই তার দাদা দাঁড়িয়েছিল। একমনে ভাইয়ের দৌড়নো দেখছিল। এমন সময় দাদার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৬:১৩
Video shows elder brother increase the speed of treadmill while brother working out

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রেডমিলে দৌড়চ্ছিল বালক। পাশেই দাঁড়িয়ে ব্যায়ামবীর ভাইয়ের কাণ্ড দেখছিল দাদা। এর পরেই ভাইয়ের ট্রেডমিলের গতি বাড়িয়ে দেয় সে। সঙ্গে সঙ্গে ‘উড়ে’ ঘরের বাইরে বেরিয়ে যায় ছোট ভাই। চাঞ্চল্যকর সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির ভিতরে ট্রেডমিলে দৌড়চ্ছিল এক বালক। পাশেই তার দাদা দাঁড়িয়েছিল। একমনে ভাইয়ের দৌড়নো দেখছিল। এমন সময় দাদার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। ট্রেডমিলের ঠিক পিছনে থাকা দরজা হাট করে খুলে দেয় সে। এর পর গিয়ে ট্রেডমিলের গতি বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারায় তার ভাই। ছিটকে বেরিয়ে যায় দরজা দিয়ে। ট্রেডমিল থেকে সোজা ঘরের বাইরে গিয়ে পড়ে। এমন সময় ওই দুই বালকের মা ঘটনাস্থলে পৌঁছে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। তবে ভিডিয়ো দেখে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ জানিয়েছেন, ওই বালক ভাইয়ের সঙ্গে যা করেছে, তা বড় বিপদ ডেকে আনতে পারত। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বেচারা ভাইয়ের মনে হয় ভালই লেগেছে। মনে হচ্ছে ইচ্ছা করে করেছে।’’ অন্য এক জন আবার মজার ছলে লিখেছেন, ‘‘আমি আর কোনও দিন দাদাকে বিশ্বাস করছি না।’’

Advertisement
আরও পড়ুন