Viral Video

মদ্যপ স্বামীর বাইক চালানোর কায়দায় ভয়ে লাফ দিলেন স্ত্রী, টেরই পেলেন না যুবক! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড় রাস্তায় বাইক চালাচ্ছেন এক যুবক। পিছনে বসে স্ত্রী এবং পুত্র। যুবকের মাথায় হেলমেট থাকলেও তাঁর স্ত্রী এবং পুত্রের মাথায় হেলমেট ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৩:৪৫
Video shows drunk husband did not notice that wife get off from bike, what happens next dgtl

ছবি: ইনস্টাগ্রাম।

মদ খেয়ে স্ত্রী এবং পুত্রকে নিয়ে বাইক চালাচ্ছিলেন। সামনে ট্রাক চলে আসায় বাইক থেকে ঝাঁপ দিয়েছিলেন স্ত্রী। কিন্তু টেরই পারলেন না মদ্যপ যুবক। পুত্রকে নিয়ে এগিয়ে গেলেন কয়েক কিলোমিটার। হুঁশ ফিরল অন্য এক বাইকচালকের কথায়। চাঞ্চল্যকর সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড় রাস্তায় বাইক চালাচ্ছেন এক যুবক। পিছনে বসে স্ত্রী এবং পুত্র। যুবকের মাথায় হেলমেট থাকলেও তাঁর স্ত্রী এবং পুত্রের মাথায় হেলমেট নেই। কিছুটা এগিয়ে যাওয়ার পর যুবকের বাইকের সামনে একটি ট্রাক চলে আসে। টাল সামলাতে না পেরে রাস্তায় পা ঠেকান যুবক। বাইকও খানিকটা হেলে যায়। সঙ্গে সঙ্গে ভয়ে লাফ দিয়ে বাইক থেকে নেমে যান তাঁর স্ত্রী। কিন্তু স্ত্রী আবার বাইকে চড়ার আগেই পুত্রকে নিয়ে এগিয়ে যান যুবক। স্ত্রী যে পিছনে বসে নেয়, তা টেরই পাননি তিনি। পিছন দিক থেকে আসা অন্য এক বাইকআরোহীর নজরে আসে বিষয়টি। যুবকের বাইককে কয়েক কিলোমিটার ধাওয়া করে তাঁকে থামান ওই বাইকআরোহী। দেখা যায়, ওই যুবক মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন। এর পর তাঁকে ঘিরে স্থানীয়দের ভিড় জমে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেইলি ভারত নিউজ়’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যে বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ওই যুবকের সমালোচনায় সরব হয়েছেন নেটাগরিকেরা। তাঁর শাস্তির দাবিও করেছেন কেউ কেউ। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে কেউ এতটা অসাবধানী কী ভাবে হতে পারে! যুবককে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।’’

Advertisement
আরও পড়ুন