Viral Video

নববধূর জন্য মোবাইল কিনতে গিয়ে ধরা পড়লেন প্রেমিকার কাছে! মার জুটল প্রতারক প্রেমিকের কপালে

সোমবার ‘সঞ্জু সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভাইরাল সেই ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করতে দেখা গিয়েছে অনেক নেটাগরিককে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১১:২২
Video shows girlfriend caught youth while buying mobile phone for wife

ছবি: এক্স থেকে নেওয়া।

সদ্য বিয়ে করা স্ত্রীর জন্য মোবাইল ফোন কিনতে গিয়েছিলেন যুবক। সেই মোবাইলের দোকানে তাঁকে হাতেনাতে ধরলেন প্রেমিকা। তাঁকে ঠকিয়ে অন্য এক জনকে বিয়ে করার জন্য কলার ধরে চড়ও মারলেন। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের ছাপড়ায়। তবে সেই ঘটনা কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নববধূর জন্য মোবাইল কিনতে বাজারে গিয়েছিলেন যুবক। খবর পেয়ে সেখানে পৌঁছোন তাঁর বান্ধবীও। যুবকের কলার ধরে মারধর করেন করেন তিনি। তরুণীর অভিযোগ, ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন তিনি অন্য এক জনকে বিয়ে করেছেন। যদিও যুবকের দাবি, তিনি বিয়ে করেননি। এই নিয়ে বাদানুবাদে দোকানের মধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। উপস্থিত জনগণ তাঁদের শান্ত করার চেষ্টা করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় ওই তরুণীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের মধ্যে দু’বছর ধরে যেটা ছিল, সেটা কী? মোবাইল কেন বন্ধ আছে তোমার?’’ এর পর যুবক বলেন, ‘‘আমি বিবাহিত নই।’’ এর পর কলার ধরে তরুণী বলেন, ‘‘এর প্রমাণ কী আছে? আমি জানি তুমি বিবাহিত।’’ যুবকের কলার ধরে তাঁকে থানায় নিয়ে যাওয়ার কথাও বলতে শোনা যায় তরুণীকে।

সোমবার ‘সঞ্জু সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভাইরাল সেই ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করতে দেখা গিয়েছে অনেক নেটাগরিককে। অনেকে আবার তরুণীর জন্য দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন