Viral Video

সিগনালে হেলমেট খুলে নিজেকেই পর পর থাপ্পড় তরুণের! ভাইরাল ভিডিয়োয় উঠছে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রাস্তার ট্রাফিক সিগনালে স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর পরনে ফুলহাতা জামা-প্যান্ট। মাথায় হেলমেট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০৭:৪৯
Video shows man doing bizarre act in traffic signal, mental health concerns arises

কেন নিজেকে থাপ্পড় মারছিলেন তরুণ? ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে হেলমেট খুলে নিজেকেই একের পর এক চড় মারছেন তরুণ! তা-ও আস্তে আস্তে নয়, বেশ জোরে। নিজেকে বেশ কয়েকটি থাপ্পড় কষানোর পর আবার হেলমেট পরে নিলেন শান্ত ভাবে। ভাবখানা এমন, যেন কিছুই হয়নি। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। দাবি করা হয়েছে, ভিডিয়োটি মহারাষ্ট্রের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রাস্তার ট্রাফিক সিগনালে স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর পরনে ফুলহাতা জামা-প্যান্ট। মাথায় হেলমেট। কিছু ক্ষণ পরে হঠাৎই হেলমেট খুলে জোরে জোরে নিজেকে এক বার বাঁ গালে, আর এক বার ডান গালে চড় মারতে থাকেন ওই তরুণ। এর পর হেলমেট পরে নেন। হেলমেট খুলে আবার চড় মারেন নিজেকে। ফের হেলমেট পরে নেন। তাঁকে দেখে মনেই হচ্ছিল না যে, তাঁর কিছু হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সুনীল রাও নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। আলোচনা শুরু হয়েছে মানসিক স্বাস্থ্য নিয়েও। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, কোনও সমস্যার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন তরুণ। হতাশায় ডুবেছে তাঁর জীবন। আর তার জন্যই নিজেকে ওই ভাবে আঘাত করছেন তিনি। ভিডিয়োটি দেখে বিশেষজ্ঞদের একাংশও সতর্ক করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘জীবনে নিশ্চয়ই কোনও কঠিন পরিস্থিতির সম্মুখীন তরুণ। ওঁর মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা হচ্ছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মানসিক হতাশা থেকে মানুষ বড় পদক্ষেপ করে ফেলে। আশা করি তরুণ এখন সুস্থ আছেন।’’

Advertisement
আরও পড়ুন