Viral Video

জলে নেমে ‘জলের রাজা’কে মাংস খাওয়ালেন যুবক, মস্ত কুমিরকে স্নানও করালেন, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল জলাধারে নেমেছেন এক যুবক। তাঁর ঠিক সামনেই ভাসছে বিশাল এক কুমির। তবে জলের রাজাকে দেখে ভয় না পেয়ে তার সঙ্গে কথা বলতে দেখা যায় ওই যুবককে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৬:৪৩
Video shows man feeding and bathing a huge crocodile in water body

ছবি: ইনস্টাগ্রাম।

কুমির খুবই বিপজ্জনক একটি প্রাণী। মুহূর্তের মধ্যে যে কাউকে শিকার করতে পারে ‘জলের রাজা’। তাই এই প্রাণীর কাছে গিয়ে সাবধানতা অবলম্বন না করলে যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে তেমনই একটা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে একটি বিশাল জলাধারে নেমে একটি বিশাল কুমিরকে হাতে করে মাংস খাওয়াচ্ছেন এক যুবক! স্নান করাচ্ছেন আঁজলা ভরে জল নিয়ে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে বাংলাদেশের বাগেরহাটে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল জলাধারে নেমেছেন এক যুবক। তাঁর ঠিক সামনেই ভাসছে বিশাল এক কুমির। তবে জলের রাজাকে দেখে ভয় না পেয়ে তার সঙ্গে কথা বলতে দেখা যায় ওই যুবককে। এর পর মাংস নিয়ে হাতে করে কুমিরটিকে খাইয়ে দেন তিনি। কুমিরটিও মহানন্দে গিলে ফেলে মাংসের টুকরো। তবে যুবকের কেরামতি সেখানেই থেমে থাকেনি। এর পর আঁজলা ভরে জল নিয়ে কুমিরের মাথায় জলও দিতে যায় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মেহেদি.সিটিজি২২২২২২২’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকে ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘আমি কুমির হলে যুবককে খেয়ে ফেলতাম। বেশি পাকামি!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কুমির খুবই বিপজ্জনক। বেশি কায়দা করতে গিয়ে বেঘোরে প্রাণ হারাতে পারতেন যুবক।’’

Advertisement
আরও পড়ুন