Viral Video

গরমের সঙ্গে লড়াইয়ের নিনজা পদ্ধতি! ‘বিজ্ঞানী’ তকমা পেলেন যুবক, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, উঠোনে একটি খাট পেতে ঘুমোচ্ছেন এক যুবক। তাঁর শরীর দু’মুখ খোলা একটি বড় প্লাস্টিকের ব্যাগে ঢাকা। যুবকের পায়ের দিকে প্লাস্টিকের যে খোলা মুখ রয়েছে, সেখানে টেবিল ফ্যানের মাথা ঢোকানো রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১০:৩৭
Video shows man finds unique way to beat the heat

ছবি: এক্স থেকে নেওয়া।

তীব্র গরমে নাজেহাল দেশের বহু রাজ্যের মানুষ। দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। গরম থেকে মুক্তি পেতে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করছেন অনেকে। তবে গরমের সঙ্গে লড়াইয়ে এক যুবক যে পন্থা অবলম্বন করেছেন, তা দৃষ্টি আকর্ষণ করেছে নেটাগরিকদের। তার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উঠোনে একটি খাট পেতে ঘুমোচ্ছেন এক যুবক। তাঁর শরীর দু’মুখ খোলা একটি বড় প্লাস্টিকের ব্যাগে ঢাকা। যুবকের পায়ের দিকে প্লাস্টিকের যে খোলা মুখ রয়েছে, সেখানে টেবিল ফ্যানের মাথা ঢোকানো রয়েছে। টেবিল ফ্যানের হাওয়ায় প্লাস্টিকের ব্যাগ ফুর ফুর করে উড়ছে। হাওয়া এ দিক ও দিক না গিয়ে সরাসরি লাগছে যুবকের শরীরে। নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অংশিকা যাদব’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার যুবকের বুদ্ধির প্রশংসা করেছেন। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এটা হতে পারে! আমাদের এই প্রযুক্তি যেন আমেরিকার হাতে না পৌঁছে যায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভারতে অদ্ভুত প্রযুক্তির অভাব নেই। যুবক তো বিজ্ঞানী!’’

Advertisement
আরও পড়ুন