Viral Video

শিকার ধরে খাচ্ছিল সিংহ, ক্যামেরাবন্দি করতে পৌঁছোলেন যুবক, তেড়ে এল পশুরাজ! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে প্রিয়া সিংহ নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৬:৩৩
Video shows man tries to film Lion while eating pray in Gujarat’s Bhavnagar, then this happened

ছবি: এক্স থেকে নেওয়া।

শিকার করে মনের সুখে ভোজন সারছিল একটি সিংহ। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে একদম সামনে পৌঁছে গেলেন এক যুবক। আর তাতেই বাধল বিপত্তি। শিকার ছেড়ে গর্জন করে যুবকের দিকে তেড়ে গেল পশুরাজ। অল্পের জন্য ফালাফালা হওয়ার হাত থেকে বাঁচলেন যুবক। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের ধারে ফাঁকা জায়গায় শিকার ধরে আয়েশ করে খাচ্ছিল একটি সিংহ। হঠাৎই সেই জায়গায় পৌঁছোন এক যুবক। ফোনে ক্যামেরা চালু করে গুটি গুটি পায়ে সিংহের দিকে এগিয়ে যান তিনি। উদ্দেশ্য ছিল, পশুরাজের আহারের দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখার। কিন্তু তখনই যুবকের দিকে নজর যায় সিংহটির। খাওয়া ছেড়ে গর্জন করে যুবকের দিকে তেড়ে যায় সে। যুবকও ভয় পেয়ে পিছোতে থাকে। তবে কিছু দূর গিয়ে সিংহটি থেমে যায়। আবার শিকারের দিকে ফিরে যায়। অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে রক্ষা পান যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে প্রিয়া সিংহ নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার যুবকের সমালোচনায় সরব হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আহাম্মক যুবক! খাওয়ার সময় সিংহকে কেউ বিরক্ত করে? ঝাঁপিয়ে পড়লে টের পেত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মানুষ কবে বন্যপ্রাণীদের শান্তিতে বাঁচতে দেবে? যুবকের আচরণের তীব্র নিন্দা করছি।’’

Advertisement
আরও পড়ুন