Viral Video

ভরা মেট্রোয় কামরায় প্রস্রাব! জনসমক্ষে যাত্রীর এমন কাণ্ডে হইচই নেটপাড়ায়, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর দু’টি কামরার সংযোগস্থলে বসে রয়েছেন এক বৃদ্ধ। তাঁর পরনে খাটো ধুতি এবং হাফহাতা পাঞ্জাবি। ওই জায়গায় বসে হঠাৎই প্রস্রাব করা শুরু করেন বৃদ্ধ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩২
Video shows man urinating inside Delhi metro goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

কখনও স্বল্পবসনা তরুণীর অদ্ভুত আচরণ, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে রাজধানীর মেট্রো। অদ্ভুত কাণ্ডের জেরে দিল্লির মেট্রো আবার খবরের শিরোনামে। এ বার মেট্রোর কামরার মধ্যে প্রস্রাব করতে দেখা গেল এক যাত্রীকে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর দু’টি কামরার সংযোগস্থলে বসে রয়েছেন এক বৃদ্ধ। তাঁর পরনে খাটো ধুতি এবং হাফহাতা পাঞ্জাবি। ওই জায়গায় বসে হঠাৎই প্রস্রাব করা শুরু করেন তিনি। তাঁকে দেখে হতবাক হয়ে যান যাত্রীরা। তাঁর ওই কাণ্ড ক্যামেরাবন্দিও করেন অনেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তন্ময়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই নাগরিকবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই আবার বিষয়টিকে অজ্ঞতা এবং অশিক্ষার উদাহরণ বলে উল্লেখ করেছেন। ভিডিয়ো দেখে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মেট্রো স্টেশনগুলিতে কি শৌচালয় নেই? এই ধরনের আচরণ নিন্দনীয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বৃদ্ধ হয়তো অজ্ঞ। কিন্তু মেট্রোয় তো অনেকে ছিলেন। তাঁরা তো ভিডিয়ো না তুলে ওঁকে বোঝাতে পারতেন।’’

Advertisement
আরও পড়ুন